Tuesday, March 18, 2025
Homeরাজনীতিবিএনপিতোয়াকুলে যুবদল স্বেচ্ছাসেবকদল ছাত্রদলের দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত

তোয়াকুলে যুবদল স্বেচ্ছাসেবকদল ছাত্রদলের দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত

 

গোয়াইনঘাট প্রতিনিধি:

সিলেটের গোয়াইনঘাট উপজেলা তোয়াকুল ইউনিয়ন যুবদল, স্বেচ্ছাসেবক দল ও ছাত্র দলের যৌথ আয়োজনে সাবেক প্রধানমন্ত্রী বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়া’র সুস্থতা কামনা করে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশনায় দোয়া ইফতার মাহফিল ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

 

১৬ রমজান, ১৭ই মার্চ (সোমবার) বিকেল ৫:০০টায় তোয়াকুল ইউনিয়ন পরিষদের মাঠে ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের আহবায়ক মিজানুর রহমানের সভাপতিত্বে ও শেখ আরিফুল ইসলামের সঞ্চালনায় ইফতার পূর্ববর্তী সভায় কোরআন তেলায়ত করেন স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব এমএ মতিন।

 

প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিলেট জেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক ছাত্রদল কেন্দ্রীয় সংসদের সাবেক সহ সভাপতি আব্দুল আহাদ খান জামাল, প্রধান বক্তা হিসাবে বক্তব্য রাখেন সিলেট জেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব জেলা বিএনপির স্বেচ্ছাসেবক বিষয়ক সম্পাদক শাকিল মুর্শেদ, সন্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিলেট জেলা বিএনপির উপদেষ্টা মন্ডলীর সদস্য হেলাল উদ্দিন, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিলেট জেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহবায়ক বিমানবন্দর থানা বিএনপির সদস্য সচিব সৈয়দ সরোয়ার রেজা, সিলেট জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক দেলওয়ার হোসেন দিনার, জেলা ছাত্রদলের সহ সভাপতি কামরান আহমদ, গোয়াইনঘাট উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক আহমদ হুমায়ুন জামালসহ প্রমুখ নেতৃবৃন্দ।

 

দোয়া ও ইফতার মাহফিলে ইউনিয়নের বিএনপি পরিবারের নেতাকর্মীসহ এলাকার কৃষক শ্রমিক সর্ব শ্রেনী পেশার নাগরিক গনের অংশগ্রহণে সাবেক প্রধান মন্ত্রী সুস্থতা ও দেশের সার্বিক মঙ্গল কামনা করে মুনাজাত করা হয়।

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

Most Popular

Recent Comments