স্টাফ করেসপনন্ডেন্ট,
হবিগঞ্জের বাহুবলে উচ্চ শব্দে গান বাজানোর অভিযোগে বিয়ে বাড়িতে হামলা-ভাঙচুর করেছে একদল যুবক। এ ঘটনায় কনের বাড়ির অন্তত ১৫ জন আহত হয়েছেন।
শুক্রবার (১৪ মার্চ) দুপুরে বাহুবলের লামাতাশি ঘোষপাড়ায় ঘোষপাড়া গ্রামে শারমিন আক্তারের বিয়ের অনুষ্ঠানে এ ঘটনা ঘটে।
স্থানীয়রা জানায়, ঘোষপাড়া গ্রামের হামিদ মিয়ার মেয়ে শারমিন আক্তারের সাথে হবিগঞ্জ সদর উপজেলার ইমন মিয়ার বিয়ে ঠিক হয়। গতকাল রাতে কনের বাড়িতে গায়ে হলুদ অনুষ্ঠান চলাকালে সাউন্ড বক্সে গান বাজানো হয়। এসময় সদর উপজেলার আলমপুর গ্রামের কয়েকজন এসে বাধা দেয়। এর জের ধরে আজ দুপুরে কথা কাটাকাটির এক পর্যায়ে কনের বাড়িতে হামলা চালায় একদল যুবক।
এতে কনের মা-চাচীসহ অন্তত ১৫ জন আহত হন। আহতদের মধ্যে ২ জনকে হবিগঞ্জ জেলা সদর হাসপাতাল ও ৩ জনকে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে