Tuesday, May 13, 2025
Homeরাজনীতিআওয়ামীলীগছাতক উপজেলা সেচ্ছাসেবকলীগ নেতা রঞ্জন দাস গ্রে*প্তা*র 

ছাতক উপজেলা সেচ্ছাসেবকলীগ নেতা রঞ্জন দাস গ্রে*প্তা*র 

 

ছাতক(সুনামগঞ্জ) প্রতিনিধিঃ

সুনামগঞ্জ জেলার ছাতক উপজেলা সেচ্ছাসেবকলীগের সহ-সভাপতি রঞ্জন কুমার দাস (৫০) কে পু‌লিশ বি‌শেষ ক্ষমতা আইনে গ্রেপ্তার ক‌রে‌ছে। আজ বৃহস্প‌তিবার বিকা‌লে উপ‌জেলার পৌরশহ‌রের এসআই সিকান্দর, এসআই রেজাউল, এসআই আশরাফুলের নেতৃ‌ত্বে অ‌ভিযান চা‌লি‌য়ে লাফার্জ সুরমা ঘাট এলাকা তার বা‌সা থে‌কে পু‌লিশ তা‌কে গ্রেপ্তার করেন।

সে উপ‌জেলার সদর ইউপির বাউসা গ্রা‌মে‌ে মতিলাল দাসের পুত্র।

 

তার বিরু‌দ্ধে ছাতক থানার মামলা নং-১৫, তাং-১০/০২/২০২৫খ্রি, ধারা-The Special Powers Act, 1974 Section 15(3)/25D এর সন্দিগ্ধ আসামী হ‌লেন রঞ্জন কুমার দাস (৫০)। এব‌্যাপা‌রে ও‌সি মোহাম্মদ মোখলেছুর রহমান আকন্দ এ ঘটনার সত‌্যতা নি‌শ্চিত ক‌রেছেন।

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

Most Popular

Recent Comments