দোয়ারাবাজার (সুনামগঞ্জ): প্রতিনিধিঃ আবু সালেহ মোঃ আলা উদ্দিন
সুনামগঞ্জের দোয়ারাবাজারে ভোটার তালিকা হালনাগাদ-২০২৫ এর রেজিষ্ট্রেশন কার্যক্রম শুরু হয়েছে। আজ বৃহস্পতিবার সকাল ৯ টায় নরসিংপুর ইউনিয়নের ১.২ নং ওয়ার্ডের ভোটারদের ছবি তোলার মাধ্যমে এই কার্যক্রমের উদ্বোধন করা হয়।
বৃহস্পতিবার সকাল ৯ টায়
নরসিংপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে শুরু হওয়া প্রথমদিনের এই কর্মসূচী চলবে বিকাল ৫ টা পর্যন্ত।
এসময় উপজেলা নির্বাচন অফিসার মুহম্মদ মোশারফ হোসেন খান জানান আজ বৃহস্পতিবার (১৩ মার্চ) শুরু হওয়া ভোটার নিবন্ধন কর্মসূচি-২০২৫ চলবে ১১ এপ্রিল ২০২৫ পর্যন্ত।
এদিকে সুশৃঙ্খল ভাবে ভোটার তালিকা হালনাগাদ সম্পন্ন হতে দোয়ারাবাজার থানা পুলিশ ও গ্রামের পুলিশের সমন্বয়ে একটি টিম দিনব্যাপী কাজ করে।