Monday, March 10, 2025
Homeসিলেট বিভাগসিলেটকানাইঘাটে জাতীয় দূর্যোগ প্রস্তুতি দিবস উপলক্ষে র‌্যালী ও আলোচনা সভা

কানাইঘাটে জাতীয় দূর্যোগ প্রস্তুতি দিবস উপলক্ষে র‌্যালী ও আলোচনা সভা

 

কাইঘাট প্রতিনিধিঃ

জাতীয় দূর্যোগ প্রস্তুতি দিবস ২০২৫ উপলক্ষ্যে কানাইঘাটে র‌্যালি,আলোচনা সভা ও অগ্নিকান্ড বিষয়ক মহড়া অনুষ্ঠিত হয়েছে।

এ উপলক্ষে গতকাল সোমবার সকাল সাড়ে ১১টায় উপজেলা প্রশাসনের উদ্যোগে পৌর শহরে র‌্যালি শেষে উপজেলা নিবার্হী কর্মকর্তা কার্যালয়ের সামনে ফায়ার ব্রিগেডের সদস্যদের অংশ গ্রহণে অগ্নি নিবারণ মহড়া পরবর্তী উপজেলা সভা কক্ষে দূর্যোগ প্রস্তুতি দিবসের আলোচনা সভার আয়োজন করা হয়।

নির্বাহী কর্মকর্তা তানিয়া আক্তারের সভাপতিত্বে ও উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা তাপস চক্রবর্তী এর সঞ্চালনায় আলোচনা সভায় জাতীয় দূর্যোগ প্রস্তুতি দিবসের গুরুত্ব তুলে ধরে নিবার্হী কর্মকর্তা তানিয়া আক্তার বলেন,মানুষের মধ্যে সচেতনতা বৃদ্ধির মাধ্যমে মানব সৃষ্ট, প্রাকৃতিক দূর্যোগ ও জান মালের ক্ষয়ক্ষতি অনেকটা কমিয়ে আনা সম্ভব।

এজন্য আমাদের সবাইকে দূর্যোগ মোকাবেলায় সব সময় প্রস্তুতি রাখতে হবে। সভায় বক্তব্য রাখেন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের টিএইচও ডাঃ সুবল চন্দ বর্মন, সমাজ সেবা কর্মকর্তা মোঃ জিলানী,উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা রফিকুল ইসলাম তালুকদার,কানাইঘাট ফায়ার ব্রিগেড স্ট্যাশন কর্মকর্তা আব্দুল কাদির, কানাইঘাট প্রেসক্লাবের সভাপতি নিজাম উদ্দিন সহ বিভিন্ন দপ্তরের সরকারি কর্মকর্তা বৃন্দ।

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

Most Popular

Recent Comments