দোয়ারাবাজার (সুনামগঞ্জ): প্রতিনিধিঃ
সুনামগঞ্জ -৫(ছাতক-দোয়ারা) আসনে
বাংলাদেশ জামায়াতে ইসলামীর এমপি পদপ্রার্থী অধ্যক্ষ মাওলানা আব্দুস সালাম আল মাদানী বলেছেন, আগামী নির্বাচনে যদি জামায়াতে ইসলামী ক্ষমতায় আসতে পারে তাহলে হক, ন্যায় ও ইনসাফ ভিত্তিক সমাজ প্রতিষ্ঠিত হবে। দেশের জনগণ যদি আমাদেরকে সেবা করার সুযোগ দেয় তাহলে আমরা দেশকে ক্ষুধা, দারিদ্র ও বেকারত্বের অভিশাপ থেকে স্বনির্ভর বাংলাদেশ হিসেবে গড়ে তোলা হবে।
তিনি বলেন, অন্তর্বর্তী সরকারকে বলতে চাই- কোনো অশুভ শক্তি যেন জনগণকে দেওয়া সরকারের ওয়াদা থেকে বিচ্যুত করতে না পারে। কোনো কুচক্রিমহল যদি দেশকে বিদেশি কোনো প্রভূর পদানত করার ষড়যন্ত্র করে তাহলে আবু সাঈদ ও মুগ্ধদের মতো আগামী দিনেও জামায়াতে ইসলামী এবং এদেশের জনতা সব অন্যায়কে রুখে দিতে প্রস্তুত হবে।
শনিবার (৯ মার্চ) সন্ধায় উপজেলার বাংলাবাজার ইউনিয়নের বৃহত্তর কলাউড়া আঞ্চলিক শাখা জামায়াতের উদ্যোগে পবিত্র মাহে রমজানের তাৎপর্য শীর্ষক আলোচনা সভা ও গনইফতার মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
অনুষ্ঠানে সুনামগঞ্জ জেলা জামায়াতের কর্মপরিষদের সদস্য উপধাক্ষ্য মাওলানা আব্দুস সাত্তার বলেন, গোটা বাঙালি জাতি এতদিন অবরুদ্ধ ছিল। বাকস্বাধীনতা ছিলোনা।
ফ্যাসিবাদী সরকার দেশটাকে বৃহৎ কারাগারে পরিণত করছিল। এ অবস্থা থেকে মহান দয়াময় আল্লাহ ২৪’র ছাত্রজনতার আন্দোলনের মাধ্যমে স্বৈরাচারকে বিতাড়িত করার মাধ্যমে আমাদের মুক্তি দিয়েছেন। এই মুক্তি পাকাপোক্ত করার জন্য ধর্মবর্ণ নির্বিশেষ দেশের সকল শ্রেনী পেশার মানুষকে সঙ্গে নিয়ে এই লড়াইয়ের চূড়ান্ত সফলতার লক্ষ্যে আমাদের পৌঁছতে হবে, ইনশাআল্লাহ।
এতে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন দোয়ারাবাজার উপজেলা জামায়াতের আমীর ডাঃ হারুন অর রশীদ, সেক্রেটারি মাও দেলোয়ার হোসাইন, মাও সিরাজুল ইসলাম, মাও খলিলুর রহমান,ইউপি সদস্য মোশাররফ হোসাইন, শফিউল্লাহ, আব্দুল হান্নান প্রমুখ।