Sunday, March 9, 2025
Homeঅপরাধসুনামগঞ্জে জমি নিয়ে বিরো*ধে সংঘ*র্ষ, গু*লি*বি*দ্ধসহ আ*হত ২০

সুনামগঞ্জে জমি নিয়ে বিরো*ধে সংঘ*র্ষ, গু*লি*বি*দ্ধসহ আ*হত ২০

সুনামগঞ্জ প্রতিনিধি,

সুনামগঞ্জের দিরাই উপজেলার রণভূমি গ্রামে জমি নিয়ে বিরোধের জেরে দুইপক্ষের সংঘর্ষে ৩ জন গুলিবিদ্ধসহ উভয়পক্ষের অন্তত ২০ জন আহত হয়েছেন। রোববার বেলা ১২টা থেকে সংঘর্ষ চলে ২টা পর্যন্ত। দিরাই উপজেলার রণভূমি গ্রামের লুৎফুর ও আশিক মিয়ার লোকদের মধ্যে এই সংঘর্ষের ঘটনা ঘটে।

 

পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, উপজেলার রণভূমি গ্রামের পতিত জমির মালিকানা নিয়ে গ্রামের বাসিন্দা সাবেক ইউপি চেয়ারম্যান লুৎফুর রহমান ও আশিক মিয়ার মধ্যে দীর্ঘদিন ধরে বিরোধ চলছিল। সম্প্রতি কিছুদিন ধরে উভয়পক্ষের লোকজনের মধ্যে নতুন করে বিরোধ সৃষ্টি হয়। রোববার বেলা ১২টার দিকে লুৎফর ও আশিকের লোকেরা সংঘর্ষে জড়িয়ে পড়ে। এসময় দেশীয় অস্ত্রসহ আগ্নেয়াস্ত্র নিয়ে একে অন্যের ওপর হামলা করতে দেখা যায়।

 

এসময় প্রতিপক্ষের আগ্নেয়াস্ত্রের ছোড়া গুলিতে ৩ জন গুলিবিদ্ধসহ সংঘর্ষে উভয়পক্ষের অন্তত ২০ জন আহত হয়। আহতদের দিরাই স্বাস্থ্য কমপ্লেক্স ও সুনামগঞ্জ সদর হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে।

 

দিরাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুর রাজ্জাক বলেন, ‘খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। সংঘর্ষ এলাকায় পুলিশ মোতায়েন রয়েছে।’

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

Most Popular

Recent Comments