Friday, November 8, 2024
Homeসিলেট বিভাগমৌলভীবাজারশ্রীমঙ্গলে ২৩ জন সনাতনী গুণী ব্যক্তিকে (মরনোত্তর) সম্মাননা প্রদান

শ্রীমঙ্গলে ২৩ জন সনাতনী গুণী ব্যক্তিকে (মরনোত্তর) সম্মাননা প্রদান

ঝলক দত্ত,শ্রীমঙ্গল প্রতিনিধি::

শ্রীমঙ্গলের সনাতনী জনপদে,ধর্মীয়, সামাজিক সাহিত্য-সাংস্কৃতিকসহ আরও অন্যান্য ক্ষেত্রে বিগত দিনে বিশেষ অবদান রাখার জন্য সার্বজনীন জন্মাষ্টমী উদযাপন পরিষদ শ্রীমঙ্গল এর আয়োজনে ২৩ গুণী ব্যক্তিকে (মরনোত্তর) সম্মাননা প্রদান করা হয়।

শুক্রবার (৮ সেপ্টেম্বর) সন্ধ্যা ৭টায় শ্রীমঙ্গল হবিগঞ্জ রোডস্থ শ্রীশ্রী জগন্নাথ দেবের আখড়ায় সার্বজনীন জন্মাষ্টমী উদযাপন পরিষদের আয়োজনে সম্মাননা প্রদান অনুষ্ঠানে জন্মাষ্টমীর উদযাপন পরিষদের সভাপতি বিপুল পাল এর সভাপতিত্বে, যুগ্ম সাধারণ সম্পাদক রাজু দেব রিটন ও শ্যামল আচার্যের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা চেয়ারম্যান ভানু লাল রায়।

সম্মাননা প্রদান এর পূর্বে তাঁদের স্মৃতি চারণ করে বক্তব্য রাখেন বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ মৌলভীবাজার জেলা শাখার সহ সভাপতি অজয় কুমার দেব ও ভিক্টোরিয়া উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক অয়ন চৌধুরী।

শ্রীমঙ্গলের ২৩ জন গুণী ব্যাক্তির (মরনোত্তর) সম্মাননা তাঁদের ছেলে মেয়ে ও পুতবধুদের হাতে তুলে দেন প্রধান অতিথি ও আন্যান্য অতিথিরা।

মরনোত্তর যারা পেলেন, তাঁরা হলেন স্বর্গীয় ক্ষিরোদ বিহারী দেব, স্বর্গীয় অজিত চৌধুরী, স্বর্গীয় অশ্বিনী কুমার দেব, স্বর্গীয় সত্যেন্দ্র কুমার রায়(এস কে রায়), স্বর্গীয় বিমলজ্যোতি চৌধুরী, স্বর্গীয় জগৎবন্ধু ধর, স্বর্গীয় ভুবনেশ্বর ঘোষ, স্বর্গীয় অরুণ চৌধুরী,স্বর্গীয় বলাই ভট্টাচার্য, স্বর্গীয় সুনীল রায়, স্বর্গীয় গোপাল চন্দ্র সেন, স্বর্গীয় রনধীর রায়,স্বর্গীয় ডাক্তার রমা রঞ্জন দেব, স্বর্গীয় প্রমতেশ দেব চৌধুরী,স্বর্গীয় কৃপেশ ভট্টাচার্য বকুল,স্বর্গীয় বিকাশ দেব চৌধুরী, স্বর্গীয় গোপাল দেব চৌধুরী, স্বর্গীয় রনধীর কুমার দেব,স্বর্গীয় বকুল পাল, স্বর্গীয় দক্ষিণা রঞ্জন পাল,স্বর্গীয় চন্দ্রনাথ রায় বাদল, স্বর্গীয় নানক কান্তি সেন, জগদীশ চৌধুরী।

সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তরের অবসরপ্রাপ্ত পরিচালক ও বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদ শ্রীমঙ্গল উপজেলা শাখার সহ সভাপতি ডা. সত্যকাম ভট্টাচার্য, বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ মৌলভীবাজার জেলা শাখার সহ সভাপতি অজয় কুমার দেব,শ্রীমঙ্গল উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান মিতালী দত্ত, শ্রীশ্রী জগন্নাথ দেবের আখড়া পরিচালনা পরিষদের সাধারণ সম্পাদক রাসেন্দ্র কুমার ভট্টাচার্য।

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

Most Popular

Recent Comments