Sunday, March 9, 2025
Homeসিলেট বিভাগসিলেটকানাইঘাটের বেতকান্দি মৌজায় বন্দোবস্তকৃত ভূমি নিয়ে নতুন করে উত্তেজনা

কানাইঘাটের বেতকান্দি মৌজায় বন্দোবস্তকৃত ভূমি নিয়ে নতুন করে উত্তেজনা

 

 

কানাইঘাট প্রতিনিধিঃ

কানাইঘাট উপজেলার ঝিঙ্গাবাড়ী ইউপির হাওর অঞ্চলের বেতকান্দি মৌজায়

অবস্থিত সরকারি বন্দোবস্ত জমির মালিকানা দু’পক্ষের মধ্যে আবারো উত্তেজনা দেখা দিয়েছে। এক পক্ষ

জোরপূর্বক বন্দোবস্তকৃত বেশ কয়েক বিঘা জমিতে ফেলুডার ও এক্সেভেটর দিয়ে মাটি খনন করে

ফিশারি দেয়ার চেষ্টা এবং বন্দোবস্তকৃত জমির বিল থেকে মাছ ধরে নেয়ার ঘটনায় প্রতিকার চেয়ে

স্থানীয় ফাগু গ্রামের মৃত মরতুজ আলীর ছেলে ফারুক উদ্দিন বাদী হয়ে গত বৃহস্পতিবার উপজেলা

নির্বাহী কর্মকর্তা ও থানা বরাবরে লিখিত অভিযোগ দিয়েছেন। অভিযোগে সরকারি ভ‚মি মাপযোগ

করে বন্দোবস্তকৃত ভ‚মির সঠিক মালিকানা ভোগ দখল সহ জমির মালিকানা নিয়ে যাতে করে এলাকায়

কোন প্রকার দাঙ্গা-হাঙ্গামা, অপ্রীতিকর ঘটনা না ঘটে এ ব্যাপারে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য

নির্বাহী কর্মকর্তা ও থানা পুলিশের হস্তক্ষেপ কামনা করছেন। বন্দোবস্তকৃত ভূমির মালিক ফারুক

উদ্দিন গংদের অভিযোগ, এলাকার রাজপুর গ্রামের মৃত আব্দুস সামাদের পুত্র আলিম উদ্দিন গংরা তাদের

সরকারি বন্দোবস্তকৃত ভূমির কাগজপত্র থাকা সত্তে ও দীর্ঘদিনের ভোগ দখলীয় কয়েক বিঘা জমি

জোরপূর্বক ভাবে জবর দখল করার জন্য আলিম উদ্দিন গংরা নতুন করে পায়তারা শুরু করেছেন। দ্রুত উপজেলা

প্রশাসন ও থানা পুলিশ সরেজমিন তদন্ত করে বিষয়টি নিষ্পত্তি করার দাবী জানান।

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

Most Popular

Recent Comments