Sunday, March 9, 2025
Homeআন্তর্জাতিককানাইঘাটে আর্ন্তজাতিক নারী দিবস উদযাপিত

কানাইঘাটে আর্ন্তজাতিক নারী দিবস উদযাপিত

 

কানাইঘাট প্রতিনিধিঃ

‘অধিকার, সমতা, ক্ষমতায়ন নারী ও কন্যার উন্নয়ন’ এই প্রতিপাদ্যকে

সামনে রেখে সারাদেশের নায় কানাইঘাটে ৮ই মার্চ আর্ন্তজাতিক নারী দিবস উদযাপিত হয়েছে।

দিবসটি উপলক্ষ্যে গতকাল শনিবার সকাল সাড়ে ১১টায় উপজেলা সদরে বর্ণাঢ্য র্যালী পরবর্তী উপজেলা

সভাকক্ষে আর্ন্তজাতিক নারী দিবসের আলোচনা সভার আয়োজন করা হয়।

উপজেলা প্রশাসন ও মহিলা বিষয়ক কর্মকর্তার কার্যালয়ের আয়োজনে নারী দিবসের আলোচনা সভায়

প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা তানিয়া আক্তার। মহিলা

বিষয়ক কর্মকর্তা (অতিরিক্ত) শামছুন নাহারের সভাপতিত্বে আলোচনা সভায় নারী দিবসের গুরুত্ব তুলে

ধরে বক্তব্য রাখেন, উপজেলা কৃষি সম্প্রসারন কর্মকর্তা হায়দার আলী, মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা নুর

মোহাম্মদ, প্রাথমিক শিক্ষা কর্মকর্তা রফিকুল ইসলাম তালুকদার, যুব উন্নয়ন কর্মকর্তা সিরাজুল

ইসলাম ভ‚ইয়া, কানাইঘাট প্রেসক্লাবের সভাপতি নিজাম উদ্দিন, প্রশিক্ষণার্থী সুইটি সূত্রধর সহ

আরো অনেকে। বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থী ও প্রশিক্ষিত নারী কর্মীদের উপস্থিতিতে আলোচনা সভায় নির্বাহী কর্মকর্তা তানিয়া আক্তার বলেন, দেশে নারী পুরুষের সমান অধিকার থাকলেও নারী ও কন্যা

শিশুরা অনেক ক্ষেত্রে সমাজে বৈষম্যের স্বীকার হয়ে থাকেন, এর অন্যতম কারন হচ্ছে নারীরা তাদের অধিকারের ব্যাপারে সচেতন নয়। সমাজ থেকে বৈষম্য দূর করতে হলে নারীদের শিক্ষা গ্রহণে এগিয়ে আসতে হবে এবং আমাদের সবার দৃষ্টিভঙ্গি পরিবর্তনের মাধ্যমে নারী পুরুষের সম্মিলিত প্রচেষ্টার মাধ্যমে দেশকে এগিয়ে নিতে হবে। আলোচনা সভা শেষে সফল নারী ও শিক্ষার্থীদের মধ্যে পুরষ্কার বিতরণ করা হবে। আলোচনা সভায় কানাইঘাট বায়মপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক হালিমা বেগম ‘শিক্ষা ও চাকুরী ক্ষেত্রে দেশের শ্রেষ্ঠ অদম্য নারী হিসেবে নির্বাচিত হয়ে প্রধান উপদেষ্টার ড. মুহাম্মদ ইউনুস এর কাছ থেকে সম্মাননা গ্রহণ করায় তার সাফল্যে অভিনন্দিত করা হয়।

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

Most Popular

Recent Comments