দোয়ারাবাজার( সুনামগঞ্জ )প্রতিনিধিঃ
অধিকার, সমতা,ক্ষমতায়ন নারীও কন্যার উন্নয়ন এই প্রতিপাদ্যকে সামনে রেখে সুনামগঞ্জের দোয়ারাবাজারে আন্তর্জাতিক নারী দিবস পালন করা হয়েছে।
শনিবার (৮মার্চ ) সকাল ১১ টায় উপজেলা প্রশাসন ও উপজেলা মহিলা বিষয়ক অধিদফতরের আয়োজনে উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা দেব ব্রত নাগ ও মহিলা বিষয়ক কার্যালয়ের অফিস সহকারী এনামুল হক এর যৌথ সঞ্চালনায় দোয়ারাবাজার উপজেলা নির্বাহী কর্মকর্তা নেহের নিগার তনু’র সভাপতিত্বে বক্তব্য রাখেন উপজেলা প্রাণীসম্পদ কর্মকর্তা এমদাদুল হক, দোয়ারাবাজার উপজেলা প্রেসক্লাবের আহবায়ক মো. কামাল উদ্দিন, দোয়ারাবাজার থানার তদন্ত অফিসার মো. শামছু উদ্দিন, বিআরডিবি প্রকল্প কর্মকর্তা মো. শাহীনুর রহমান, সাংবাদিক আলাউদ্দিন, বজলুর রহমান হারুন অর রশিদ, মোতালেব ভুইয়া, মামুন মুন্সী, সাগর, আবু বক্কর, সুমন মিয়া প্রমুখ
সভায় নারীর ক্ষমতায়ন ও অগ্রগতি বিষয়ক বিভিন্ন দিক নিয়ে আলোচনা করা হয়।