পিন্টু দেবনাথ :
মৌলভীবাজারের কমলগঞ্জে অবৈধ ইটভাটা ভেঙ্গে গুড়িয়ে দেয়া হয়েছে।
শনিবার (৮ মার্চ) দুপুর থেকে বিকেল পর্যন্ত মহামান্য হাইকোর্টের রিট পিটিশন ১৩৭০৫/২০২২ এর মামলার প্রেক্ষিতে সারাদেশে ইটভাটা ধ্বংসের অংশ হিসাবে
মেসার্স এস, বি ব্রিকস্ (সাবারী ব্রিকস) গুড়িয়ে দেয়া হয়েছে।
এ অভিযান পরিচালনা করেন কমলগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মাখন চন্দ্র সূত্রধর।
এ সময় উপস্থিত ছিলেন মৌলভীবাজার পরিবেশ অধিদপ্তরের পরির্দশক মো. সিরাজুল ইসলাম ও কমলগঞ্জ থানার পুলিশ সদস্যবৃন্দ।
কমলগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মাখন চন্দ্র সূত্রধর বলেন, কমলগঞ্জ উপজেলার মুন্সীবাজারের পরানধর গ্রামে অবস্থিত মেসার্স এস, বি ব্রিকস্ (সাবারী ব্রিকস) মহামান্য হাইকোর্টের রিট পিটিশন ১৩৭০৫/২০২২ এর মামলার প্রেক্ষিতে বিভাগীয় কমিশনার নির্দেশে ও বিজ্ঞ জেলা প্রশাসকের সার্বিক নির্দেশনায় ইটভাটাটি গুঁড়িয়ে দেয়া হয়।
মৌলভীবাজার পরিবেশ অধিদপ্তরের পরির্দশক মো. সিরাজুল ইসলাম বলেন, পরিবেশ অধিদফতরের ছাড়পত্র ও জেলা প্রশাসনের অনুমোদন না থাকায় হাইকোর্টের নির্দেশনা অনুযায়ী অবৈধ ইটভাটা উচ্ছেদ অভিযানের অংশ হিসেবে এই অভিযান পরিচালনা করা হয়।
এধরণের অভিযান অব্যাহত থাকবে বলেও জানান।