স্পোর্টস ডেস্ক,
দেশের ঘরোয়া ক্রিকেটে আম্পায়ারের সিদ্ধান্ত নিয়ে তুমুল অভিযোগ শোনা গিয়েছিল বিগত কয়েক বছর ধরে। প্রশ্নবিদ্ধ ও বিতর্কিত ঘটনা এড়াতে এসব প্রতিযোগিতায় প্রযুক্তির ব্যবহার ও সরাসরি ম্যাচ সম্প্রচারের উদ্যোগ নেয় বিসিবি। এরই মাঝে চলমান ঢাকা প্রিমিয়ার লিগে (ডিপিএল) প্রথম কোনো অভিযোগ তুললেন ইমরুল কায়েস। আম্পায়ারের দেওয়া একটি আউটের সিদ্ধান্ত নিয়ে ক্ষোভ প্রকাশের পাশাপাশি তিনি বিসিবিরও সমালোচনা করেছেন।
সেই ভিডিও’র ক্যাপশনে বাঁ-হাতি এই ওপেনার লিখেছেন, ‘একজন সাধারণ মানুষও বিনা প্রযুক্তিতে বলতে পারে এটা আউট কি না, সেখানে আমাদের টিভি আম্পায়ার হাজার প্রযুক্তি ও টেকনোলজি নিয়ে সিদ্ধান্ত দেয় আউট। আমাদের বোর্ড লাখ-কোটি টাকা খরচ করে উন্নত প্রযুক্তির ওপর, কিন্তু এই প্রযুক্তির পেছনে আম্পায়াররা কতটা যোগ্য, তা নিয়ে আমার প্রশ্ন থেকেই গেল।’
এ ছাড়া অনিয়ম নিয়ে কথা বলতে গেলে ক্রিকেটাররা বোর্ডের রোষানলে পড়লেও, আম্পায়াররা ভুল করেও শাস্তি পান না বলে পরোক্ষভাবে বিসিবির ওপর ক্ষোভ ঝাড়েন ইমরুল, ‘এখানে খেলোয়াড়রা কথা বলতে গেলেই শোকজ নোটিস দেওয়া হয়, কিন্তু আম্পায়ারদের ভুল থাকলে তা ক্ষমার দৃষ্টিতে দেখা হয়, এটাই কঠিন বাস্তবতা।’