Monday, March 10, 2025
Homeখেলাধুলাক্রিকেটহান্ড্রেডের ড্রাফটে ২৯ বাংলাদেশি, সবচেয়ে দামি সাকিব

হান্ড্রেডের ড্রাফটে ২৯ বাংলাদেশি, সবচেয়ে দামি সাকিব

স্পোর্টস ডেস্ক,

 

দ্য হান্ড্রেডের আসন্ন আসরের ড্রাফটে নাম জমা দিয়েছেন বাংলাদেশের ২৯ ক্রিকেটার। এবার বাংলাদেশ থেকে কোনো নারী ক্রিকেটার নাম দেননি। যদিও সবশেষ আসরে জাহানারা আলম এই আসরে খেলার আগ্রহ প্রকাশ করেছিলেন।

 

ড্রাফটে নাম লেখানো বাংলাদেশি ক্রিকেটারদের মধ্যে ভিত্তিমূল্য সাকিব আল হাসানের। এই অভিজ্ঞ অলরাউন্ডারের দাম ১ লাখ ২০ হাজার পাউন্ড। সাকিবের বোলিংয়ে নিষেধাজ্ঞা থাকা সত্ত্বেও দ্য হান্ড্রেডে দ্বিতীয় সর্বোচ্চ ভিত্তিমূল্যের ক্যাটাগরিতে আছেন।

 

সাকিবের পরই ৬৩ হাজার পাউন্ড ভিত্তিমূল্য ধরা হয়েছে লেগ স্পিনার রিশাদ হোসেনের। তাছাড়া ৫২ হাজার পাউন্ড ভিত্তিমূল্যে আছেন বাংলাদেশের তিন ক্রিকেটার। লিটন দাসের সঙ্গে এই ক্যাটাগরিতে আছেন ব্যাটার তাওহীদ হৃদয় ও স্পিনার শেখ মেহেদী।

 

৪১ হাজার ৫০০ পাউন্ড ভিত্তিমূল্য ধরা হয়েছে তানজিদ হাসান তামিম, নাহিদ রানা, তানজিম হাসান সাকিব ও শরিফুল ইসলামের। আর নির্দিষ্ট ভিত্তিমূল্য নেই এমন ক্যাটাগরিতে নাম দিয়েছেন বাংলাদেশের আরো ২০ ক্রিকেটার।

 

সেই ২০ জনের তালিকায় আছেন খালেদ আহমেদ, নাসুম আহমেদ, আলিস আল ইসলাম, জাকের আলী অনিক, এনামুল হক বিজয়, ইবাদত হোসেন চৌধুরি, জাকির হাসান, সাইফ হাসান, শামীম হোসেন পাটোয়ারি, আফিফ হোসেন, মুকিদুল ইসলাম মুগ্ধ, তাইজুল ইসলাম, শহিদুল ইসলাম, কামরুল ইসলাম রাব্বি, হাসান মাহমুদ, রুয়েল মিয়া, মেহেদী হাসান মিরাজ, সৌম্য সরকার, রনি তালুকদার ও মোহাম্মদ সাইফউদ্দিন।

 

আগামী ১২ মার্চ অনুষ্ঠিত হবে দ্য হান্ড্রেডের নতুন মৌসুমের প্লেয়ার্স ড্রাফট। ৮ দলের টুর্নামেন্টের ড্রাফটে সবমিলিয়ে ইংল্যান্ডের ২৭০ জন এবং ৩৫০ জন বিদেশি ক্রিকেটার নিবন্ধন করেছেন।

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

Most Popular

Recent Comments