Tuesday, March 11, 2025
Homeবিনোদনচল্লিশ বছর বয়সেও কুসুমের রূপের রহস্য কী ? 

চল্লিশ বছর বয়সেও কুসুমের রূপের রহস্য কী ? 

 

বিনোদন প্রতিবেদক :

দেশীয় শোবিজের জনপ্রিয় মডেল ও অভিনেত্রী কুসুম শিকদার। ছোটপর্দার বড়পর্দা – দুই সমান দর্শকপ্রিয় এই গ্ল্যামার গার্ল। অনবদ্য অভিনয় করে কুসুম পেয়েছেন জাতীয় চলচ্চিত্র পুরস্কারও। কয়েকমাস আগে ‘শরতের জবা’ শিরোনামের একটি চলচ্চিত্র পরিচালনা ও প্রযোজনা করে নিজের নতুন পরিচয়ের জানান দিয়েছেন পুরোদস্তুর।

 

দীর্ঘ অভিনয় ক্যারিয়ারে এই তারকা যেমন বেছে বেছে অভিনয় করছেন, তেমনি ৪০ বয়সেও তিনি দুর্দান্ত গ্ল্যামার ধরে রেখেছেন। এক্ষেত্রে কুসুম খাবার ও রূপ চর্চায়ও বেশ সচেতন। জানা যায়, দীর্ঘ ২৫ বছর ধরে দৈনন্দিন জীবনে নাকি কড়া নিয়ম মেনে চলছেন তিনি। সম্প্রতি এক সাক্ষাৎকারে এই তারকা জানান, ১৩ বছর ধরে মাছ–মাংস একেবারেই খান না। এর আগে টানা ১২ বছর একবারের জন্যও ভাত ছুঁয়ে দেখেননি তিনি। তখন মাছ–মাংস খেতেন, এখন ভাত খেলেও খান না মাছ আর মাংস।

 

এই বিষয়টি নিয়ে কুসুম বলেন, ৪০ পার করে ফেলেছি। সচেতন তো এখন বেশিই থাকতে হয়। তবে ফিনটেসের ব্যাপারে আমি আরও আগে থেকেই সাবধানতা অবলম্বন করি। ২০০০ সাল থেকেই ভাত খেতাম না। এরপর গেলো ১৩ বছর ধরে মাছ মাংস খাই না। এই ১৩ বছর ভাত খাই, তবে কম। ভাতের সঙ্গে সবজি খাওয়া হয় বেশি। এর বাইরে দুধ, ডিম, ঘি, মাখন, রুটি প্রতিদিনই খাওয়া হয়। আমার অ্যালার্জির সমস্যা আছে, তাই বেগুন আর পুঁইশাক ছাড়া সব ধরনের শাকসবজি খাওয়া হয়। বলতে পারেন, গেলো ১৩ বছরে আমি পুরোপুরি ভেজিটেরিয়ান হয়ে গেছি।

 

খাওয়ার ক্ষেত্রে এত কড়াকড়ি কি ফিটনেস ধরে রাখার জন্যই, এমন প্রসঙ্গ উঠতেই কুসুম বলেন, একদম তা নয়। সুস্থ থাকাটাই আমার কাছে বড় বিষয়। তাছাড়া এখন তো বয়স বাড়ছে। বয়সের সঙ্গে রেড মিট যতটা পারা যায় এড়িয়ে চলা ভালো। আমি রেড মিট ছুঁয়েও দেখি না। এতে আমি বেশ ভালো থাকি। শারীরিক গড়নও ঠিকঠাক থাকে। মানসিকভাবেও আমি থাকি বেশ ফুরফুরে।

 

কুসুমের মতে, সুস্থ জীবনযাপন, সঠিক খাদ্যাভ্যাস এবং মানসিক শান্তি সৌন্দর্য ধরে রাখার মূল চাবিকাঠি। পরিবারের সঙ্গে সময় কাটানো এবং ভালো বই পড়াও তার মানসিক শান্তি ও সৌন্দর্য রক্ষায় সহায়তা করে বলে জানান কুসুম।

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

Most Popular

Recent Comments