Sunday, March 9, 2025
Homeবিনোদনকেনো সহশিল্পীরা প্রভা'র সঙ্গে কাজ করতে চাইতো না ? 

কেনো সহশিল্পীরা প্রভা’র সঙ্গে কাজ করতে চাইতো না ? 

 

 

বিনোদন প্রতিবেদক :

শোবিজ ক্যারিয়ারে মডেল হিসেবে যাত্রা শুরু করে শুরুতেই জনপ্রিয়তার শিখরে পৌঁছান মডেল – অভিনেত্রী প্রভা। এরপর নাটকের অভিনেত্রী হিসেবেও ব্যাপক জনপ্রিয়তা আসে। জনপ্রিয়তার পাশাপশি নিজের ব্যক্তিজীবন নিয়ে সমালোচিত হতে থাকেন তিনি। এক্ষেত্রে সাবেক প্রেমিক – স্বামী এবং পরের অভিনেতা স্বামী অপূর্বকে নিয়ে বেশি সমালোচিত হন এই গ্ল্যামার গার্ল। ওই সময়টা সুখকর ছিল না তার জন্যে, শোবিজ ক্যারিয়ার সচল রাখতে গিয়ে প্রভাকে নানা চড়াই – উৎরাইয়ের মধ্য দিয়ে যেতে হয়েছে।

 

শোবিজের চাকচিক্যময় জীবন থেকে অনেকটা দূরে সরে যান প্রভা। সম্প্রতি গণমাধ্যমের মুখোমুখি হয়ে জানালেন ওইসব কথাই বলেছেন তিনি। শোবিজ মিডিয়ার সিন্ডিকেট এর অপচর্চা নিয়েও কথা বলেছেন এই তারকা।প্রভা সিন্ডিকেটের মাঝে পড়েছেন জানিয়ে বলেন, সিন্ডিকেট কখন গেছে, কখন এসেছে – সেটার আগেই আমাকে ছোট একটা সিন্ডিকেটের মধ্যে পড়তে হয়েছে। সেটাকে আসলে ডিরেক্টলি বলা যাবে না।

 

এই সিন্ডিকেট নিয়ে প্রভা বলেন, ১১-১২ সালের দিকে একটা গ্যাপ গেছে আড়াই বছরের মতো। তারপর যখন আবার কাজ করতে এসেছি, আমার সাথে অনেক ডিরেক্টর ও কো-আর্টিস্ট তখন কাজ করতে চাইতেন না। এখনও অনেক ডিরেক্টর আমার সঙ্গে কাজ করছেন না। তারা মুখের ওপর কাজের জন্য ‘না’ করলেও সম্পর্ক সুন্দর রাখার জন্য শুধু অ্যাটিচিউড দিয়ে বোঝানো হতো। প্রভা’র কথায়, সম্পর্ক সুন্দর রাখার জন্য অ্যাটিচিউড দেখে মনে হলো, আপনি বোধহয় আর কো-অপারেট করবেন না, তখন আসলে ওরা স্কিপ করে।

 

সবশেষে প্রভা বলেন, এমন একটার কিছুর মধ্যে, ওই ধাক্কার মধ্যে কখন সিন্ডিকেট গেছে, আদৌ শুরু হয়েছে কী না, কোনোকিছুই টের পাইনি। কারণ আমি অনেক আগে থেকেই এটা ফেস করেছি।

 

বর্তমানে মেকআপ আর্টিস্ট হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করেছেন প্রভা। যুক্তরাষ্ট্রে অবস্থিত ‘দ্য মেকআপ একাডেমি’ থেকে প্রশিক্ষণ নিয়েছেন তিনি। বিশ্বের অনেক জনপ্রিয় মেকআপ ব্র্যান্ড ও ফ্যাশন শোর সঙ্গে জড়িয়ে আছে এ প্রতিষ্ঠানের নাম। সেখানেই কাজ করতে দেখা গেছে প্রভাকে। সম্প্রতি দেশে এসেছেন প্রভা। দেশে এসেই নিয়মিতই সাংবাদিকদের মুখোমুখি হচ্ছেন অভিনেত্রী।

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

Most Popular

Recent Comments