সিলেট প্রতিনিধি,
সিলেটে ‘আর বি এডিবল ফুড প্রোডাক্ট’ নামক একটি সয়াবিন তেল বিক্রিকারী প্রতিষ্ঠানে অভিযান চালিয়েছে সিলেট জেলা প্রশাসন। এ সময় বাড়তি দামে সয়াবিন তেল বিক্রি করার দায়ে কোম্পানির মালিককে আটক ও ৯০ হাজার টাকা অর্থদণ্ড দেওয়া হয়।
বুধবার (৫ মার্চ) রাতে মহানগরের বিসিক শিল্পনগরী খাদিমনগর এলাকায় ভ্রাম্যমাণ আদালত অভিযান পরিচালনা করা হয়।
দণ্ডপ্রাপ্ত বদরুল ইসলাম (৭৫) সিলেট মহানগরের মিরাবাজার এলাকার আটপাড়ার বাসিন্দা।
জেলা প্রশাসন সূত্রে জানা যায়, বদরুল ইসলামের মালিকানাধীন ‘আর বি এডিবল ফুড প্রোডাক্ট’ কোম্পানি সয়াবিন তেল নির্ধারিত মূল্যের চেয়ে বেশি দামে বিক্রি করে আসছিল। সরকার নির্ধারিত ৫ লিটার সয়াবিন তেলের বাজারমূল্য ৮৫২ টাকা থাকলেও তার প্রতিষ্ঠান বিক্রি করছিল ৯২৫ টাকায়। বিষয়টি অবগত হয়ে বুধবার রাতে জেলা প্রশাসন অভিযান চালায়।
অভিযানে নেতৃত্ব দেন জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার মো. ওমর সানী আকন। অভিযানের সময় উপস্থিত ছিলেন বিএসটিআই সিলেটের ফিল্ড অফিসার (সিএম) প্রকৌশলী মো. নজরুল ইসলাম। অভিযানে সেনাবাহিনী ও পুলিশের টিম সহযোগিতা করে।