Monday, March 10, 2025
Homeঅপরাধদোয়ারাবাজারে জনাকীর্ণ সংবাদ সম্মেলনে,খেড়ের পুঞ্জিতে আগুন লাগিয়ে দ্রুত পালিয়ে যায় 

দোয়ারাবাজারে জনাকীর্ণ সংবাদ সম্মেলনে,খেড়ের পুঞ্জিতে আগুন লাগিয়ে দ্রুত পালিয়ে যায় 

 

দোয়ারাবাজার (সুনামগঞ্জ) প্রতিনিধিঃ

সুনামগঞ্জের দোয়ারাবাজার উপজেলার বোগলা বাজার ইউনিয়নের নোয়াডর গ্রামের মরহুম আবদুর রশিদের পুত্র মো.আনোয়ার হোসেনের বসতবাড়ীতে এক জনাকীর্ণ সংবাদ সম্মেলনে সাংবাদিকদের কাছে মোঃ আনোয়ার হোসেনের স্ত্রী ফরিদা বেগম বলেন,আমাদের বসতবাড়ীর

উত্তর পাশ্বে একটি খেড়ের পুঞ্জি ছিল। একই গ্রামের বিবাদী জোবায়ের (৩৬) মো. সুজন মিয়াদের অত্যাচারে এই বাড়ীঘরের সবাই অতিষ্ঠ। প্রায় সময় আমার বাড়ীর পাশ্বে জুয়া খেলার আসর বসায়ে আমাদের কে অত্যাচার করে আসছেন।

এই বিষয়ে প্রতিবাদ করিলে আমাদের সাথে শত্রুতা সৃষ্টি হয় তাদের।এর জের ধরে গত রাতে খেড়ের পুঞ্জিতে আগুন লাগিয়ে দ্রুত পালিয়ে যান তারা। এসময় খেড়ের পুঞ্জিতে আগুন লাগিয়ে যাওয়ার সময় বিবাদী জোবায়ের (৩৬) মো. সুজন মিয়া হুমকি দিয়ে বলেন,এই বাড়ীর কেহ যদি শব্দ করেন তাহলে মেরে লাশ ফেলে দিবে। তাই আমরা নিরাপত্তাহীনতায় ভূগছি। এই ব্যাপারে দোয়ারাবাজার থানায় ৪ জন কে বিবাদী করে একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন বাদী উসমান।

এই মামলার বাদী উসমান বলেন, বিবাদীরা অত্যন্ত খারাপ, দুষ্ট প্রকৃতির লোক। তাদের অত্যাচারে আমাদের বাড়ি ঘরের মানুষ সবাই অতিষ্ঠ। বিবাদীদের কে দ্রুত আইনের আওতায় এনে শাস্তির দাবি জানান।

জানতে চাইলে অফিসার ইনচার্জ (ওসি) মোঃ জাহিদুল হক বলেন, নয়াডর গ্রামের খেড়ের পুঞ্জিতে আগুন,এই সংক্রান্ত একটি লিখিত অভিযোগ পেয়েছি। সরজমিনে গিয়ে খতিয়ে দেখে এই বিষয়ে আইনগত ব্যবস্থা নিবেন।

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

Most Popular

Recent Comments