Monday, March 10, 2025
Homeবিনোদনবিজয় ভার্মার সঙ্গে প্রেম টিকলো না তামান্না'র!

বিজয় ভার্মার সঙ্গে প্রেম টিকলো না তামান্না’র!

 

 

বিনোদন প্রতিবেদক :

দক্ষিণী ছবির তারকা জুটি তামান্না ভাটিয়া ও বিজয় ভার্মার প্রেমের গুঞ্জন এতদিন ছিল ‘টক অফ দ্য টাউন’। রেস্তরাঁ থেকে সিনেমার পার্টি, সর্বত্রই হাতে হাত রেখে একসঙ্গে প্রবেশ করতে দেখা যেতো তাদের।এই তারকা প্রেমিক জুটি নিজেদের সম্পর্ক কোনোদিনই গোপন রাখেননি। কিন্তু এবার শোনা যাচ্ছে, তামান্না ও বিজয়ের সম্পর্ক নাকি ভেঙে যাচ্ছে! ভারতীয় গণমাধ্যম থেকে জানা গেছে, কয়েক সপ্তাহ আগেই নাকি ঘটেছে তাদের বিচ্ছেদের ঘটনা।

 

বিভিন্ন সূত্রের খবর – প্রেমের সম্পর্ক ভেঙে গেলেও নিজেদের বন্ধুত্বের সম্পর্ককে আর এগিয়ে নিয়ে না যাওয়ার সিদ্ধান্ত নিয়েছন বিজয় এবং তামান্না। এখন থেকে নাকি তারা শুধুই ভালো ‘বন্ধু’। যদিও কয়েক মাস আগেও তাদের বিয়ে নিয়ে বিস্তর আলোচনা হয়েছে। বিয়ের পরের কথা ভেবে মুম্বাইয়ে নাকি বাড়িও খোঁজা শুরু করেছিলেন তারা।

 

কিন্তু এবার শোনা যাচ্ছে সম্পর্কই নেই তাদের। যদিও এই জুটির পক্ষ থেকে কোনও মন্তব্য শোনা যায়নি। তাদের ঘনিষ্ঠ সূত্রের খবর, তারা যৌথ ভাবে প্রেম ভাঙার সিদ্ধান্ত নিয়েছেন। তবে বন্ধুত্বে কোনও প্রভাব পড়বে না। এর আগে ২০২৩ সালে বিজয় বর্মার সঙ্গে প্রেমের কথা স্বীকার করেন তামান্না। তিনি জানিয়েছিলেন, ‘লাস্ট স্টোরিজ টু’তে একসঙ্গে অভিনয় করতে গিয়ে প্রেমের সম্পর্কে জড়িয়েছেন তারা।

 

দক্ষিণী ইন্ডাস্ট্রির পাশাপাশি বলিউডেরও জনপ্রিয় নাম তামান্না। অন্যদিকে, চরিত্রাভিনেতা হিসাবেই বেশি দেখা যায় বিজয় ভার্মার। ‘গল্লি বয়’, ‘পিঙ্ক’, ‘মান্টো’, ‘ডার্লিংস’ এ অভিনয়ের মাধ্যমে দর্শকের মনে দাগ কেটেছেন তিনি।

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

Most Popular

Recent Comments