Friday, November 8, 2024
Homeসিলেট বিভাগমাধবপুরে আন্তর্জাতিক সাক্ষরতা দিবস পালিত

মাধবপুরে আন্তর্জাতিক সাক্ষরতা দিবস পালিত

 

জালাল উদ্দিন লস্কর,(হবিগঞ্জ) জেলা সিলেট::

হবিগঞ্জের মাধবপুরে উপজেলা প্রশাসন কর্তৃক আয়োজিত আন্তর্জাতিক সাক্ষরতা দিবস উপলক্ষে “পরিবর্তনশীল সমাজ ও শান্তিপূর্ণ সমাজ গঠনে সাক্ষরতা প্রসার” প্রতিপাদ্যকে সামনে রেখে র‍্যালি এবং আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার ৮ সেপ্টেম্বর সকাল ১১টায় উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে উপজেলা নির্বাহী কর্মকর্তা মনজুর আহ্সানের সভাপতিত্বে আলোচনা সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উ সহকারী কমিশনার (ভূমি) রাহাত বিন, উপজেলা কৃষি কর্মকর্তা মোঃ আল মামুন হাসান, জেলা আওয়ামী লীগের উপদেষ্টা ও বীর মুক্তিযোদ্ধা সুকোমল রায়, উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক বেনুমাধব রায়, পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সাবেক উপজেলা ভাইস -চেয়ারম্যান শ্রীদাম দাশ গুপ্ত, উপজেলা যুবলীগের সভাপতি মোঃ ফারুক পাঠান, মুক্তিযোদ্ধা সন্তান হাসানুজ্জামান ওসমান, উপজেলা প্রেসক্লাবের সদস্য ত্রিপুরারী দেবনাথ তিপু প্রমূখ।

 

বক্তারা বলেন, সাক্ষরতা বৃদ্ধির সাথে শিক্ষিত করেও তুলতে হবে, যে জাতি যত শিক্ষিত সেই জাতি তত উন্নত। প্রতি বছর সাক্ষরতার হার বৃদ্ধি পাচ্ছে। বর্তমানে সাক্ষরতার হার ৭৬.০৮ শতাংশ হয়েছে।সাক্ষরতার হার শতভাগ হলেই আমাদের ব্যবহারিক শিক্ষা আর আনুষ্ঠানিক শিক্ষার সফলতা আসবে বলে বক্তারা উল্লেখ করেন।

উপজেলা নির্বাহী কর্মকর্তা মনজুর আহ্সান সভাপতির বক্তব্যে বলেন, সাক্ষরতা ও শিক্ষা দুটি বিষয়। সাক্ষরতার মূল উদ্দেশ্য হলো মৌলিক শিক্ষা অর্জন করা। অধিক বয়সের লোককে সাক্ষর জ্ঞান অর্জন করতে হবে আর কম বয়সীদের সাক্ষরতার সাথে শিক্ষিত করে তুলতে হবে। তবেই সব শ্রেণি পেশার মানুষ শিক্ষার গুরুত্ব জানতে পারবে।সকলকে বই পড়ার উদ্বুদ্ধ করতে হবে সেই সাথে দেশকে এগিয়ে নিতে হবে।

উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তা বৃন্দ, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক, শিক্ষিকা ও ছাত্র ছাত্রী বৃন্দ উপস্থিত ছিলেন।

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

Most Popular

Recent Comments