Monday, March 10, 2025
Homeবিনোদনবরবাদ এক আকর্ষণীয় নীতু চরিত্রে ইধিকা পাল!

বরবাদ এক আকর্ষণীয় নীতু চরিত্রে ইধিকা পাল!

 

 

বিনোদন প্রতিবেদক :

ঢাকার চলচ্চিত্রের স্টারডম পেরিয়ে সুপারস্টার শাকিব খানের স্টারডম এখন অন্য লেভেলে চলমান। বাংলাদেশে এখন একমাত্র সুপারস্টার তিনিই। সময়ের সঙ্গে সঙ্গে পরিণত হয়ে ওঠা তার অভিনয়শৈলী আর ক্যারিশম্যাটিক পর্দা উপস্থিতি এক কথায় তুলনাহীন।

 

এই ঈদে মুক্তি পেতে যাচ্ছে শাকিব খান অভিনীত ‘বরবাদ’ ছবিটি। এই ছবির মুক্তি পাওয়া টিজারে শাকিব খানের একই সঙ্গে ভয়ঙ্কর আর আকর্ষণীয় লুক নজর কাড়ছে সকলের। সেই সঙ্গে এই টিজারে এক মায়াময় সুন্দরীকেও এক ঝলক দেখা গেছে। আর তাকে নীতু বলে পরিচয় করিয়ে দিচ্ছেন শাকিব খান নিজেই। এখানে এক সংলাপে শাকিব বলছেন, তিনি অতীত বা ভবিষ্যত কিছুই বোঝেন না। তিনি শুধু বোঝেন নীতুকে না পেলে সব বরবাদ করে দেবেন তিনি।

 

এই নীতু কিন্তু আমাদের সবার প্রিয় ইধিকা পাল। কলকাতার এই অভিনেত্রী এর আগেও শাকিব খানের সঙ্গে প্রিয়তমা ছবিতে জুটি বেঁধে সকলের প্রিয় হয়ে উঠেছেন। সম্প্রতি টালিউডের সবচেয়ে বড় তারকা দেবের সঙ্গে তার কিশোরী গান তো রীতিমতো ভাইরাল। সুন্দরী ইধিকা তার মায়াময় মুখশ্রী আর পরিমিত আবেদনে আকর্ষণীয় হয়ে ওঠছেন দিন দিন।

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

Most Popular

Recent Comments