Monday, March 10, 2025
Homeবিনোদনঅবশেষে তমা মির্জাকেই বিয়ে করলেন রাফী!

অবশেষে তমা মির্জাকেই বিয়ে করলেন রাফী!

 

বিনোদন প্রতিবেদক :

বেশ লম্বা একটা সময় ধরেই দেশীয় শোবিজে জোর গুঞ্জন নির্মাতা রায়হান রাফী ও অভিনেত্রী তমা মির্জা প্রেম করছেন। যদি মাঝে তাদের মধ্যে দূরত্ব বেড়েছে বলেও শোনা গেছে। কিন্তু এবার সেসব ছাপিয়ে নতুন করে গুঞ্জন উঠেছে যে, রাফী-তমা নাকি চুপিসারে বিয়ে করে ফেলেছেন।

 

গতকাল সোমবার (৩ মার্চ) ছিল রাফী’র জন্মদিন। বিশেষ দিনটি একসঙ্গে উদযাপন করেছেন এই পরিচালক ও তার প্রেমিকা – নায়িকার (প্রকারান্তরে স্ত্রী) সঙ্গে। তাদের সঙ্গে ছিলেন রাফী’র মা। অনেকটা পারিবারিক আবহ বিরাজ করছিল তার জন্মদিনের অনুষ্ঠানে। সেসব ছবিই এখন ঘুরে বেড়াচ্ছে সামাজিক মাধ্যমে। জানা যায়, এরপরই গুঞ্জন ছড়ায় রাফী – তমা’র গোপন বিয়ের। তবে গোপন বিয়ের বিষয়ে কোনো বক্তব্য দেননি রাফী। যোগাযোগের চেষ্টা করেও পাওয়া যায়নি তাকে।

 

এর আগে তমা মির্জার জন্মদিন উপলক্ষে শুভেচ্ছা জানিয়ে সামাজিকমাধ্যমে একটি ছবি শেয়ার করেছিলেন রায়হান রাফী। যেখানে অভিনেত্রীকে শুভেচ্ছা জানিয়ে তমাকে নিজের জীবনে পেয়ে ‘ভাগ্যবান’ বলে দাবি করেন নির্মাতা। উত্তরে রাফীকে পেয়ে নিজেকেও ভাগ্যবতী দাবি করেন এই অভিনেত্রী। তবে বিয়ের সত্যতা নিয়ে এই প্রেমিক জুটি এখনও মুখ খোলেননি।

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

Most Popular

Recent Comments