Monday, March 10, 2025
Homeঅপরাধআবাসিক হোটেলে অভি*যান, গ্রে*প্তা*র ৪

আবাসিক হোটেলে অভি*যান, গ্রে*প্তা*র ৪

নিজস্ব প্রতিবেদক,

ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় অসামাজিক কার্যকলাপের অপরাধে একটি আবাসিক হোটেলে অভিযান চালিয়ে ৪ জন নারী-পুরুষকে গ্রেপ্তার করেছে আখাউড়া থানা পুলিশ। এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য জানানো হয়।

 

মঙ্গলবার (৪ মার্চ) বিষয়টি নিশ্চিত করেছেন আখাউড়া থানার অফিসার ইনচার্জ মো. ছমিউদ্দিন।

 

এর আগে, রোববার রাত ১১টার দিকেআ গোপন সংবাদের ভিত্তিতে পৌর শহরের সড়ক বাজারে অবস্থিত ভুঁইয়া বোর্ডিংয়ে এ অভিযান চালিয়ে তাদেরকে গ্রেপ্তার করা হয়।

 

গ্রেপ্তারকৃতরা হলেন, পৌরসভার তারাগন এলাকার জালু মিয়ার ছেলে সাব্বির (৩০), হবিগঞ্জের মাধবপুর উপজেলার মনতলা এলাকার মো. রাফি (১৮), ব্রাহ্মণবাড়িয়া সদরের চিনাইর এলাকার নূর মোহাম্মদের ছেলে পলাশ মিয়া (৩৭) ও ময়মনসিংহের তারাকান্দা পাগলা বাজার এলাকার মারফত আলীর মেয়ে জেসমিন (১৯)।

 

এ বিষয়ে আখাউড়া থানার অফিসার ইনচার্জ মো. ছমিউদ্দিন বলেন, পৌর শহরের বিভিন্ন আবাসিক হোটেলে অসামাজিক কার্যকলাপ হচ্ছে এমন সংবাদের ভিত্তিতে আবাসিক হোটেল ভূঁইয়া বোর্ডিংয়ে অভিযান চালানো হয়। এ সময় অসামাজিক কার্যকলাপের দায়ে এক নারীসহ ৪ জনকে গ্রেপ্তার করা হয়। তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করে আদালতে পাঠানো হয়েছে।

 

ভবিষ্যতে এই ধরনের অভিযান অব্যাহত থাকবে বলেও জানান পুলিশের এ কর্মকর্তা।

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

Most Popular

Recent Comments