Monday, March 10, 2025
Homeঅপরাধওসমানীনগরে যুক্তরাজ্য প্রবাসীর বাড়িতে হামলা, ভাঙচুর ও লুটপাট

ওসমানীনগরে যুক্তরাজ্য প্রবাসীর বাড়িতে হামলা, ভাঙচুর ও লুটপাট

প্রেস বিজ্ঞপ্তি:::

সিলেটের ওসমানীনগরের সাদীপুর ইউনিয়নের অন্তর্গত কালীনচর গ্রামে চাদা না দেওয়ায়  যুক্তরাজ্য প্রবাসীর বাড়িতে হামলা চালিয়ে ভাঙচুর ও লুটপাট করেছে দুর্বৃত্তরা। গত ১লা মার্চ,২০২৫ইং রাত ১ ঘটিকায় যুক্তরাজ্য আব্দুল হক ছানু মিয়ার নিজ বাড়িতে এ ঘটনা ঘটে। এসময় হামলাকারীরা নগদ ৫ লক্ষ টাকা, গলার চেইন, হাতের বালা,কানের দুলসহ ১০ ভরি ওজনের স্বর্ণের সেট এবং পবিত্র মাহে রমজান মাসে অসহায় মানুষের মাঝে বিতরণের জন্য রাখা প্রায় ৩ লক্ষ টাকার খাদ্য সামগ্রী লুট করে নিয়ে যায়।

৩রা মার্চ (সোমবার) ওসমানীনগর প্রেস ক্লাবে অনুষ্ঠিত সংবাদ সম্মেলন  অভিযোগ জানান ভুক্তভোগী আব্দুল হক ছানু মিয়া।


তিনি বলেন, গ্রামের প্রতেবেশী মৃত হামিদ উল্লার ছেলে জুনাইদ, মৃত রুকুম উল্লার ছেলে আকাইদ মিয়া ও খানখার মিয়া, মৃত ছানু মিয়ার ছেলে শিবরুল আমিন,আকাইদ মিয়ার ছেলে ইমন মিয়া ও রুমন মিয়া আশিক মিয়ার ছেলে ফাহিম আহমদ ধন মিয়া, মৃত সাজিদ মিয়ার ছেলে মোবারক হোসেন মেন্দী মিয়া সহ তাদের দলবল পূর্ব হইতে আমার উত্তরাধিকার সূত্রে প্রাপ্ত কলনী চর বাজারে নিজ মার্কেট সহ সম্পূর্ণ সম্পত্তির দখলের পায়তারায় লিপ্ত রয়েছে।

উক্ত বিষয়ে স্থানীয় গন্যমান্য লোকজন একাধিকবার শালিক বৈঠক করিয়া বিরোধ মিমাংসা ব্যর্থ হয়ে আদালতের মাধ্যমে মামলার রায় পান যাহার স্বত্ব মামলা নং ৫৪/২০২৩ ও স্বত্ব জারী মোকদ্দমা নং ০৫/২০২৪। অথচ আদালতের রায় পাওয়া পরও নিজ মালিকানা জমিতে একটি পাকা বিল্ডিং নির্মাণ করতে চাইলে সন্ত্রাসী জোনাইদ গংরা বাধা প্রদান করে। এমনকি তাদের দলবল নিয়ে আমার কাছে নগদ  ২০ লক্ষ টাকা চাঁদা দাবি করেছে,অন্যথায় আমার মালিকানা জমিতে আমার লোকজনকে কাজ করতে নিষেধ করেছে।অতঃপর আমি তাদেরকে চাঁদা অপারগতা প্রকাশ করলে উল্লেখিত সন্ত্রাসীরা আমার বাড়িতে হামলা চালিয়ে ভাঙচুর ও লুটপাট করে। পাশাপাশি এই সন্ত্রাসীরা একই রাতে আমার নিকট আত্মীয় লোকমান আলী, খছরু মিয়া ও খালেদ মিয়ার বাড়িতে হামলা চালিয়ে বসতঘর ও আসবাবপত্র ভাঙচুর করে প্রায় ৫ লক্ষ টাকার মালামাল লুটপাট করে নিয়ে গেছে। এ সময়ে ৯৯৯ ফোন দিলে ওসমানীনগর থানা পুলিশ ঘটনাস্থলে যাওয়া মাত্র সন্ত্রাসীরা পুলিশের হামলা চালিয়ে একাধিক পুলিশ সদস্যদের মারাত্মক আহত করেছে।বর্তমানে জোনাইদ ও আকাইদ গংদের এরুপ আচরণে ও তাদের অত্যাচারে আমি ও আমার নিকট আত্মীয়রা জানমালের নিরাপত্তাহীনতায় ভোগীতেছি।

পরিশেষে তিনি, তাদের অমানবিক আচরণের প্রতি তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান।সংবাদ সম্মেলনে তার বক্তব্য সাংবাদিকদের বিভিন্ন গণমাধ্যমে উপস্থাপনের মধ্য দিয়ে একটি অন্যায় অবিচারের বিরুদ্ধে সোচ্চার ভূমিকা রাখার আশা ব্যক্ত করেন।

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

Most Popular

Recent Comments