Tuesday, March 11, 2025
Homeখেলাধুলাএক পরিবর্তন নিয়ে রাতে মাঠে নামছে বাংলাদেশ

এক পরিবর্তন নিয়ে রাতে মাঠে নামছে বাংলাদেশ

 

জ্যেষ্ঠ প্রতিবেদক,

প্রকাশিত, ২ মার্চ ২০২৫,

বাংলাদেশ দুবাইয়ে সংযুক্ত আরব আমিরাতের বিপক্ষে দুই ম্যাচের সিরিজ খেলছে। প্রথম ম্যাচ ১-৩ গোলে হারের পর আজ দ্বিতীয় ম্যাচ। বাংলাদেশের বৃটিশ কোচ পিটার বাটলার গত ম্যাচের একাদশ থেকে একটি পরিবর্তন করেছেন।

 

সাফ অনূর্ধ্ব-১৬ নারী চ্যাম্পিন দলের অন্যতম কারিগর ছিলেন গোলরক্ষক ইয়ারজান। প্রথম ম্যাচের মতো আজও তিনি গোলরক্ষকের দায়িত্বে। আরব আমিরাতের বিপক্ষে অধিনায়কের আর্মব্যান্ড পাওয়া ডিফেন্ডার আফিদা খন্দকার ডিফেন্সে রয়েছেন। গত ম্যাচের কোহাতি কিসকুু, স্বপ্না রয়েছেন। আইরিন, প্রীতি, তনিমা, সুলতানা, রিপারা অপরিবর্তিত থাকলেও মুনকির পরিবর্তে অর্পিতা বিশ্বাস একাদশে জায়গা পেয়েছেন।

 

সাফ চ্যাম্পিয়ন হওয়ার পর বাংলাদেশ নারী ফুটবল দলের এটাই প্রথম ম্যাচ সিরিজ। এই ম্যাচে নেই সাফ স্কোয়াডে থাকা সিনিয়র ফুটবলারসহ ১৬ জন। বৃটিশ কোচ পিটার বাটলার একেবারে নতুন ফুটবলার নিয়েই সংযুক্ত আরব আমিরাতের বিপক্ষে খেলতে গেছেন।

 

বাফুফে সাধারণত খেলা শুরুর ঘন্টা খানেক আগে গণমাধ্যমে একাদশ সরবারহ করে। গত ম্যাচের মতো এই ম্যাচও গণমাধ্যমের কাছে একাদশ পরবর্তীতে দিয়ে প্রথমে বাফুফের অফিসিয়াল ফেসবুক পেজে প্রকাশ করা হয়েছে।

 

বাংলাদেশ একাদশ- ইয়ারজান (গোলরক্ষক), আফিদা খন্দকার, কোহাতি কিসকু, সুরমা জান্নাত, আইরিন, স্বপ্না রাণী, প্রীতি, তনিমা, সুলতানা, শাহেদা রিপা ও অর্পিতা বিশ্বাস।

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

Most Popular

Recent Comments