বিনোদন প্রতিবেদক :
দেশীয় চলচ্চিত্রের আলোচিত নায়িকা মিষ্টি জান্নাত। দীর্ঘদিন পর এবার এই নায়িকা নতুন কাজের খবর দিয়ে শিরোনাম হলেন। শুটিংয়ে ফিরেছেন চিনিবিবি ছবি খ্যাত এই দন্ত চিকিৎসক কাম নায়িকা।
বড়পর্দার উল্লেখযোগ্য কয়েকটি ছবির নায়িকা মিষ্টি জান্নাত সম্প্রতি নতুন একটি ওটিটি কনটেন্টের কাজ শুরু করেছেন। এটির নাম ‘সাইকো’। জানা গেছে, এই ওয়েব ফিল্মের শুটিং নিয়েই এখন ব্যস্ত রয়েছেন মিষ্টি। এতে তাকে একজন সাইকো কিলারের চরিত্রে দেখা যাবে। ফিল্মটি নির্মাণ করছেন মাহফুজ রহমান রাজ।
এই প্রসঙ্গে মিষ্টি জান্নাত বলেন, আসলে ব্যক্তিগত কাজ নিয়ে এতদিন ক্যামেরার বাইরে ছিলাম। তবে নতুন বছর নতুন করে বেশ কিছু কাজ শুরু করেছি, এগুলোর মধ্যে অন্যতম ওয়েব ফিল্ম সাইকো। এখানে ভিন্ন এক চরিত্রে অভিনয় করছি। এমন চরিত্রে অভিনয় আমার জন্যও নতুন এক অভিজ্ঞতা। দর্শক আমাকে নতুনভাবে দেখতে পাবেন। আশা করি এটি সবার ভালো লাগবে।
প্রসঙ্গত মিষ্টি জান্নাত অভিনীত চলচ্চিত্রের মধ্যে উল্লেখযোগ্য হলো – ‘লাভ স্টেশন’, ‘তুই আমার রানী’, ‘আমার প্রেম তুমি’, ‘চিনিবিবি’ ইত্যাদি। ওয়েব ফিল্ম সাইকো’র বাইরে এই গ্ল্যামার গার্ল নতুন আরও কয়েকটি ছবিতে অভিনয়ের জন্যও প্রস্তুতি নিচ্ছেন।