লাইফস্টাইল প্রতিবেদক :
ইফতারে ফল দিয়ে স্বাস্থ্যকর কিছু খেতে চাইলে ঝটপট বানিয়ে নিতে পারেন মিক্সড ফ্রুট সালাদ। রেসিপিটি দিয়েছেন রন্ধনশিল্পী আফরোজা খানম মুক্তা। তো, আসুন রেসিপিটি জেনে নেওয়া যাক।
উপকরণ :
আনারসের ১কাপ, কলা চারটা, বিট রুট হাফ কাপ, গাজর দুইটা, শসা দুইটা, তরমুজ দুই কাপ, বিট লবণ হাফ চা চামচ, ভাজা মরিচ গুঁড়া হাফ চা চামচ, চিনি হাফ চা চামচ (ইচ্ছা মাফিক)।
তৈরির প্রণালি :
সব ফল কিউব করে কেটে নিন। পরে বিট লবণ ভাজা মরিচ গুঁড়া ছিটিয়ে পরিবেশন করুন। ব্যস, অল্প সময়েই ঝটপট তৈরি হয়ে গেলো মিক্সড ফ্রুট সালাদ।