নিজস্ব প্রতিবেদক :
বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির মৌলভীবাজার জেলার জুড়ী উপজেলা শাখার উদ্যোগে আয়োজিত কর্মী শিক্ষাশিবির-২৫ অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (২৭ ফেব্রুয়ারি) সকালে জুড়ী উপজেলার আল-ফালাহ ইসলামিক একাডেমির হলরুমে এই শিক্ষাশিবির অনুষ্ঠিত হয়।
জুড়ী উপজেলা সভাপতি জুয়েল আহমদের সভাপতিত্বে, জুড়ী পূর্ব শাখার সভাপতি মো: আব্দুল্লাহ এর সঞ্চালনায় কর্মী সমাবেশে প্রধান অতিথি বক্তব্য রাখেন বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের মৌলভীবাজার জেলা সভাপতি মো: নিজাম উদ্দিন।
বিশেষ অতিথি বক্তব্য রাখেন মৌলভীবাজার শহর শাখার সাবেক সভাপতি আব্দুল্লাহ আল মামুন সুরমান, মৌলভীবাজার জেলা সেক্রেটারি মো: ফরিদ উদ্দিন, জেলা কলেজ সম্পাদক ফয়সল আহমদ, রুমেল আহমদ, এমরান হোসাইন মনিয়ার, জাবির হোসাইন, নাজমুল ইসলাম, খালেদ মাসুদ এছাড়া শাখার বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।
প্রধান অতিথি বলেন, বাংলাদেশকে সুখী, সমৃদ্ধ ও কল্যাণমুখী বাংলাদেশ হিসেবে গড়ে তোলার জন্য নিজেদেরকে ইসলামের আলোকে শপথের আলোকের জনশক্তি হিসেবে গড়ে তুলতে হবে।