নিজস্ব প্রতিবেদক:
মৌলভীবাজার জেলার পৌর জামায়াতের উদ্যোগে দ্রব্যমূল্যের ক্রমাগত ঊর্ধ্বগতির প্রতিবাদ ও রমজানের পবিত্রতা রক্ষার দাবিতে বিক্ষোভ অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (২৭ ফেব্রুয়ারি) বিকাল ৫ টায় শহরের চমুহনা হয়ে কুসুমবাগ পয়েন্টে গিয়ে সমাবেশের মাধ্যমে শেষ হয়।
পৌর জামায়াতের সভাপতি হাফেজ তাজুল ইসলামের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন জেলা জামায়াতের সেক্রেটারি প্রিন্সিপাল ইয়ামির আলী, বিশেষ অতিথির বক্তব্য রাখেন সদর উপজেলা জামায়াতের আমির ফখরুল ইসলাম।
জেলা সেক্রেটারি ইয়ামির আলী বলেন, আপনারা জানেন জাতির গাঁড়ে চেপে বসা ধাম্বিক অহংকারী স্বৈরশাসক শেখ হাসিনা জনতার আন্দোলনে বাংলাদেশ থেকে পালিয়ে গেলেও, বাংলাদেশের দ্রব্যমূল্য নিয়ন্ত্রণকারী সিন্ডিকেট পালিয়ে যায়নি। আজ সারা বাংলাদেশে জামায়াতে ইসলামী যে কর্মসূচি দিয়েছে, মিছিল শেষে আমরা এই সমাবেশ থেকে উদার্ত আহ্বান জানাচ্ছি, অবিলম্বে দ্রব্যমূল্য নিয়ন্ত্রণকারী সিন্ডিকেট ভাঙতে হবে। যেখানে সিন্ডিকেট দেখবেন সেখানেই জনগণ প্রতিরোধ গড়ে তুলবে। যারা সিন্ডিকেটের সাথে জড়িত আছেন জনগণ তাদেরকে ফ্যাসিস্টদের দুসর হিসেবে চিহ্নিত করবে।