Monday, March 10, 2025
Homeরাজনীতিহবিগঞ্জে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের জেলা কমিটি গঠন, প্রতি*বাদে ঝাড়ুমিছিল

হবিগঞ্জে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের জেলা কমিটি গঠন, প্রতি*বাদে ঝাড়ুমিছিল

নিজস্ব প্রতিনিধি,

 

হবিগঞ্জে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কমিটি গঠন করা হয়েছে। আরিফুল তালুকদারকে আহ্বায়ক ও মাহদী হাসানকে সদস্যসচিব করে গতকাল মঙ্গলবার রাতে ১৩৭ সদস্যবিশিষ্ট এ জেলা কমিটির ঘোষণা দেওয়া হয়।

এতে স্বাক্ষর করেন সংগঠনের কেন্দ্রীয় কমিটির আহ্বায়ক হাসনাত আবদুল্লাহ ও সদস্যসচিব আরিফ সোহেল।

এদিকে কমিটি ঘোষণার পর এর বিরোধিতা করে গতকাল রাত ১২টার দিকে ও আজ বুধবার দুপুরে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের একাংশের নেতা-কর্মীরা শহরে বিক্ষোভ, ঝাড়ুমিছিল ও প্রতিবাদ সভা করেছেন।

প্রতিবাদ সভায় তারা দাবি করেন, হবিগঞ্জে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে প্রকৃত শিক্ষার্থীদের কমিটিতে রাখা হয়নি। যারা কমিটিতে আছেন, তারা আন্দোলনে ছিলেন না।

আন্দোলনের নেতা এনামুল হক সাকিব বলেন, জুলাই আন্দোলনে যুক্ত প্রকৃত ছাত্রদের নিয়ে এ কমিটি গঠন করা হয়নি। নিষিদ্ধ ছাত্রসংগঠন ছাত্রলীগের নেতা-কর্মী ও ছাত্রশিবিরের নেতাদের নিয়ে এ কমিটি গঠন করা হয়েছে।

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের জেলা কমিটির সদস্যসচিব মাহদী হাসান বলেন, যারা এ জেলা কমিটির বিরোধিতা করছেন, তারা জুলাইয়ের আন্দোলনে ছিলেন না। এ কমিটিকে বিতর্কিত করতে ষড়যন্ত্র করা হচ্ছে বলে তিনি দাবি করেন।

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

Most Popular

Recent Comments