Friday, November 8, 2024
Homeসিলেট বিভাগসিলেটতালামীযে ইসলামিয়া ছাত্রসমাজকে নবীপ্রেমের পথে আহবান করে:মাহবুবুর রহমান ফরহাদ

তালামীযে ইসলামিয়া ছাত্রসমাজকে নবীপ্রেমের পথে আহবান করে:মাহবুবুর রহমান ফরহাদ

নিজস্ব প্রতিবেদক::

বাংলাদেশ আনজুমানে তালামীযে ইসলামিয়া জকিগঞ্জ উপজেলার ইছামতি দারুল উলুম কামিল মাদরাসা আয়োজিত প্রশিক্ষণ কর্মশালা ৭ সেপ্টেম্বর ২০২৩, বৃহস্পতিবার, বাদ যুহর, মাদরাসা কনফারেন্স হলে অনুষ্ঠিত হয়েছে। অত্র মাদরাসা শাখা সভাপতি আহমদ হোসাইন আইমানের সভাপতিত্বে এবং মো. মিছবাহ উদ্দিন চৌধুরী ও সহ-সাধারণ সম্পাদক মাজহারুল ইসলাম চৌধুরী’র যৌথ পরিচালনায়, অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন সংগঠনের কেন্দ্রীয় সভাপতি-মাহবুবুর রহমান ফরহাদ ।
তিনি বলেন বাংলাদেশ আনজুমানে তালামীযে ইসলামিয়ার কেন্দ্রীয় সভাপতি মাহবুবুর রহমান ফরহাদ বলেন, তালামীযে ইসলামিয়া প্রতিষ্ঠালগ্ন থেকে ছাত্রসমাজকে ইসলামি তাহযীব-তামাদ্দুনের পথে আহবান করে যাচ্ছে। আহলে সুন্নাত ওয়াল জামাতের একনিষ্ঠ অনুসারী হওয়ার কথা বলে এবং রাসূল (সা.) ও সাহাবায়ে কিরামের দুশমনদেন সাথে আপোষহীন। নবীর জীবন জানার প্রতি উৎসাহ প্রদান করে এবং তাঁর আদর্শ অনুশীলনের কথা বলে। উপমহাদেশে ইসলাম এসেছে আল্লাহ’র ওলীদের হাত ধরে। আল্লাহর ওলীরা মানুষকে নবীপ্রেমের শিক্ষা দিয়েছেন, তালামীযে ইসলামিয়া তাঁদের যোগ্য উত্তরসূরী হিসেবে ছাত্রসমাজকে নবীপ্রেমের পথে আহবান করে।

উক্ত কর্মশালায় প্রধান বক্তার বক্তব্য রাখেন সংগঠনের কেন্দ্রীয় অর্থ সম্পাদক সুলাইমান আহমদ চৌধুরী। প্রশিক্ষণ কর্মশালায় উদ্বোধকের বক্তব্য রাখেন ইছামতি দারুল উলুম কামিল মাদরাসার অধ্যক্ষ মাওলানা মো. শিহাবুর রহমান চৌধুরী।
প্রশিক্ষণ প্রদান করেন ইছামতি দারুল উলুম কামিল মাদরাসার মুহাদ্দিস মাওলানা মো. আব্দুল বাছিত, মুহাদ্দিস মাওলানা মো. ওয়ারিছ উদ্দিন তাপাদার, সহকারী অধ্যাপক মাওলানা মো. আতিকুর রহমান সিদ্দিক, সাবেক কেন্দ্রীয় তথ্য ও গবেষণা সম্পাদক মাওলানা আব্দুল বাছিত।

প্রশিক্ষণ কর্মশালায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন সংগঠনের সিলেট পূর্ব জেলা সাধারণ সম্পাদক হোসাইন আহমদ, অফিস সম্পাদক আবু ছায়িদ মো. আশিক, জকিগঞ্জ উপজেলা সভাপতি মো. আলিম উদ্দিন, সাবেক উপজেলা সভাপতি মাওলানা আবু সুফিয়ান, মাদরাসার সাবেক ভিপি মাওলানা আকবর আহমদ চৌধুরী।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংগঠনের সিলেট পূর্ব জেলা সহ-তথ্য ও প্রযুক্তি সম্পাদক আব্দুর হাসিব তাপাদার, ইছামতি ডিগ্রি কলেজ শাখা সভাপতি আব্দুল বাতিন চৌধুরী, জকিগঞ্জ উপজেলা সহ-সভাপতি তাহের আহমদ চৌধুরী, ইছামতি ডিগ্রি কলেজ শাখা সাধারণ সম্পাদক জাহিদ হাসান মিলন, জকিগঞ্জ উপজেলা সাংগঠনিক সম্পাদক মো. খলিলুর রহমান, অর্থ সম্পাদক রিয়াদুর রহমান চৌধুরী, শিক্ষা ও সাংস্কৃতিক সম্পাদক মোফাজ্জল আহমদ।

অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন মাদরাসা শাখার সাংগঠনিক সম্পাদক ওলিউর রহমান চৌধুরী, সহ-প্রচার সম্পাদক খালেদ আহমদ, অফিস সম্পাদক আবিদুর রহমান, শিক্ষা ও সাংস্কৃতিক সম্পাদক জুবায়ের আহমদ, সদস্য আহমদ আল আমান, তাহমিদুর রহমান, আমান আহমদ, হাফিজ আবু বকর প্রমুখ।

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

Most Popular

Recent Comments