Sunday, March 9, 2025
Homeআন্তর্জাতিকস্বাধীনবাংলা সাহিত্য পরিষদের ৭ম প্রতিষ্ঠাবার্ষিকী অনুষ্ঠিত হলো

স্বাধীনবাংলা সাহিত্য পরিষদের ৭ম প্রতিষ্ঠাবার্ষিকী অনুষ্ঠিত হলো

 

 

রামকৃষ্ণ তালুকদার বিশেষ প্রতিনিধিঃ

 

দিনটি ছিলো স্বাধীনবাংলা সাহিত্যিক ও শিল্পীদের। রাজধানীর শাহবাগে জাতীয় জাদুঘরে কবি সুফিয়া কামাল মিলনায়তনে ছিলো কবি, সাহিত্যিক ও শিল্পীদের মিলনমেলা। জনপ্রিয় সাহিত্য সংগঠন স্বাধীনবাংলা সাহিত্য পরিষদের আয়োজনে অনুষ্টিত হলো ৭ম প্রতিষ্ঠাবার্ষিকী ও আন্তর্জাতিক সাহিত্য সম্মেলন ২০২৫।

 

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বিশিষ্ট চলচ্চিত্র অভিনেতা চিত্রনায়ক আশরাফ উদ্দিন আহমেদ উজ্জল ও বাংলা একাডেমি পুরস্কারপওাপ্ত কবি রেজাউদ্দীন স্টালিন। সভাপতিত্ব করেন কবি, সম্পাদক ও প্রকাশক কে এম সফর আলী ও ক্যাপ্টেন আশ্রাফ আলীম।

 

উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন অরুণ কুমার বিশ্বাস, গোয়েন্দা লেখক ও উইং জাতীয় রাজস্ব বোর্ড চেয়ারম্যান। প্রধান মেহমান জাগ্রত মহা নায়ক শিহাব রিফাত আলম। প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট চলচ্চিত্র অভিনেতা, কবি ও কথাসাহিত্যিক এবিএম সোহেল রশিদ, কবি ও গবেষক টিপু রহমান, বিশেষ আলোচক হিসেবে ছিলেন কথাসাহিত্যিক কবি সৈয়দ শাহনূর আহমেদ, বিশিষ্ট ছড়াকার আতিক হেলাল। মুখ্য আলোচক হিসেবে ছিলেন কবি ও গবেষক এস এম শাহনূর- বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কবি মুহাম্মদ শামসুল হক বাবু, কবি আমির হোসেন ও সাংবাদিক আলী আকবর সরদার।

 

শুভেচ্ছা বক্তব্য রাখেন মো. জালাল উদ্দিন ভূঁইয়া তিতাস বিপ্লব, কথাসাহিত্যিক মাসুম মুহতাদী, মো. আবুল বাশার, কবি অরুনা বেগম, নাসরীন দিলারা আফরোজ পল্লবী, হাসিনা মমতাজ, ড. আলহাজ শরীফ সাকি, এস এম শাহজালাল বিল্লাহ, সৈয়দ জাহিদ মাহমুদ, মো. মুসাফির মজনু, জামান মনির, জহিরুল হক বিদ্যুৎ।

 

জাহানারা রেখা এবং হীরা মনির যৌথ সঞ্চালনায় স্বাধীন বাংলা সাহিত্য পরিষদের প্রতিষ্ঠা বার্ষিকীতে দুই পর্বে উপস্থিত ছিলেন সারাদেশ থেকে আগত অসংখ্য কবি সাহিত্যিক সাংবাদিক শিল্পীরা।আগত অতিথিদের সাহিত্য আলোচনার পাশাপাশি ছিল প্রাণবন্ত কবিতা আবৃত্তি ও গান পরিবেশন ও সাহিত্যে বিশেষ অবদানের জন্য বিশিষ্টজনদের মাঝে পুরস্কার বিতরণ।

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

Most Popular

Recent Comments