Monday, March 10, 2025
Homeরাজনীতিবিএনপিদোয়ারাবাজার উপজেলা বিএনপির আহ্বায়ক নির্বাচিত

দোয়ারাবাজার উপজেলা বিএনপির আহ্বায়ক নির্বাচিত

 

দোয়ারাবাজার (সুনামগঞ্জ) প্রতিনিধি:

সুনামগঞ্জের দোয়ারাবাজার উপজেলা বিএনপির আহ্বায়ক নির্বাচিত হয়েছেন আলতাফুর রহমান খসরু।

দীর্ঘ ৯ বছর পর সোমবার (২৪ ফেব্রুয়ারি) দোয়ারাবাজার উপজেলা বিএনপির ২১ সদস্য বিশিষ্ট আহ্বায়ক কমিটি ঘোষণা করা হয়েছে।

সোমবার সন্ধায় সুনামগঞ্জ জেলা বিএনপির আহ্বায়ক সাবেক এমপি কলিমউদ্দিন আহমদ মিলন এবং সদস্য সচিব নুরুল ইসলাম নুরুল স্বাক্ষরিত ওই কমিটি ঘোষণা করা হয়। কমিটিতে আলতাফুর রহমান খসরুকে আহ্বায়ক ও একজনকে সদস্য সচিব করে ২১ সদস্য বিশিষ্ট এই কমিটি ঘোষণা করা হয়।

আলতাফুর রহমান খসরু উপজেলার নরসিংপুর ইউনিয়নের কালাপশি গ্রামের আব্দুল খালিক মেম্বার’র পুত্র।

এদিকে নতুন আহ্বায়ক কমিটি অনুমোদন দেয়ায় ও আলতাফুর রহমান খসরুকে আহ্বায়ক নির্বাচিত করার পরপরই বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়ে উপজেলা বিএনপি, অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা সামাজিক যোগাযোগ মাধ্যমসহ বিভিন্ন মাধ্যমে আনন্দে মেতে উঠেছেন।

কমিটি ঘোষণার পর দলীয় নেতাকর্মীরা জানান, গত ১৭ বছর স্বৈরাচার আওয়ামী লীগের শাসনামলে উপজেলা বিএনপির শতশত নেতাকর্মীকে মিথ্যা মামলা দিয়ে হয়রানি করা হয়েছে। দলের দুঃসময়ে নেতাকর্মীদের পাশে থেকে দোয়ারাবাজার উপজেলা বিএনপিকে টিকিয়ে রেখেছেন।

তাই আলতাফুর রহমান খসরুকে

আহব্বায়ক করায় বিএনপির সকল নেতাকর্মীসহ সাধারণ জনগণ উচ্ছ্বসিত।

এর আগে সর্বশেষ ২০১৫ সালে দোয়ারাবাজার উপজেলা বিএনপির আহ্বায়ক কমিটি গঠন করা হয়। স্বৈরাচারী আওয়ামী সরকারের আমলে ষড়যন্ত্রমূলক বিভিন্ন জটিলতার কারনে দীর্ঘ ৯ বছরেও উপজেলা বিএনপির নতুন কমিটি গঠন করার কোন সুযোগ করতে পারেনি নেতৃবৃন্দ।

নবগঠিত কমিটির আহ্বায়ক আলতাফুর রহমান খসরু বলেন, বেশ কিছুদিন ধরে কমিটি নিয়ে উপজেলা বিএনপির ও সকল অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীদের আগ্রহ উদ্দীপনা বিরাজ করছিলো। প্রকাশিত কমিটিতে সকল নেতাকর্মীদের প্রত্যাশা পূরণ হয়েছে। সংগঠনের কার্যক্রমকে আরও গতিশীল করে তুলবে এই নতুন কমিটি।

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

Most Popular

Recent Comments