স্পোর্টস ডেস্ক,
ভারতের বিপক্ষে অসহায় আত্মসমর্পণের পর চ্যাম্পিয়নস ট্রফিতে টাইগারদের পরের মিশন নিউজিল্যান্ড। আজ নিজেদের দ্বিতীয় ম্যাচে রাওয়ালপিন্ডিতে কিউইদের মুখোমুখি হবে শান্তরা। এটি বাংলাদেশের জন্য একটি ‘ডু অর ডাই’ ম্যাচ, যেখানে জয় না পেলে তাদের টুর্নামেন্ট থেকে বিদায় প্রায় নিশ্চিত হয়ে যাবে।
ম্যাচের আগের দিন সংবাদ সম্মেলনে বাংলাদেশ দলের প্রধান কোচ ফিল সিমন্স জানান, এই গুরুত্বপূর্ণ ম্যাচে মাহমুদউল্লাহ রিয়াদের ফিটনেস নির্ভর করবে তার খেলার ব্যাপারে। যদি তিনি ফিট হন, তবে মুশফিকুর রহিমের দলে জায়গা হারানোর সম্ভাবনা রয়েছে, কারণ তিনি শেষ ম্যাচে গোল্ডেন ডাক পেয়েছেন।
এছাড়া পিন্ডি স্টেডিয়ামের চরিত্র অনুযায়ী তানজিম সাকিবের পরিবর্তে এদিন দলে ফিরতে পারেন নাহিদ রানা। এছাড়া বাকি সবক্ষেত্রেই খুব একটা পরিবর্তনের সম্ভাবনা নেই।
বাংলাদেশের সম্ভাব্য একাদশে: সৌম্য সরকার, তানজিদ হাসান তামিম, নাজমুল হোসেন শান্ত (অধিনায়ক), মেহেদী হাসান মিরাজ, তাওহিদ হৃদয়, মুশফিকুর রহিম, জাকের আলি অনিক, রিশাদ হোসেন, তাসকিন আহমেদ, নাহিদ রানা এবং মুস্তাফিজুর রহমান।