জালাল উদ্দিন লস্কর,(হবিগঞ্জ জেলা প্রতিনিধি):
জাতীয় প্রাথমিক শিক্ষা সপ্তাহ ২০২৩ এ মাধবপুর উপজেলার শ্রেষ্ট সহকারী শিক্ষক হওয়ার গৌরব অর্জন করেছেন বীর মুক্তিযোদ্ধা তনয়া তন্নী রহমান।তন্নী রহমান সহকারী শিক্ষক হিসাবে মাধবপুর উপজেলার বুল্লা ইউনিয়নের মাঝিশাইর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে কর্মরত।মাঝিশাইর গ্রামের এক সম্ভ্রান্ত মুসলিম পরিবারে জন্ম তন্নীর।তার পিতা মরহুম অলিউর রহমান একজন বীর মুক্তিযোদ্ধা ও বুল্লা ইউনিয়নের নির্বাচিত চেয়ারম্যান ছিলেন।মা হোসনে আরা অলি একজন সমাজকর্মী। ২০০৯ সালে এসএসসি,২০১১ সালে এইচএসসি পাশ করার পর ১ম বিভাগে বিএসএস ডিগ্রী লাভ ও কৃতিত্বের সাথে এমএসএস পাশ করেন তিনি।ইতোমধ্যে প্রাথমিক শিক্ষা বিভাগে তার চাকুরীর এক যুগ পুর্তী হয়েছে।ব্যক্তিজীবনে বিবাহিত তন্নী রহমানের স্বামী আলাউদ্দিন আল আজাদ খান শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের সমাজকর্ম বিভাগে লেখাপড়া শেষ করে একটি প্রাথমিক বিদ্যালয়ে ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক হিসাবে কর্মরত আছেন।মাধবপুর উপজেলা প্রাথমিক শিক্ষক কল্যান সমিতিতে যুগ্ম সাধারণ সম্পাদক পদে সর্বোচ্চ ৫৮৪ ভোট পেয়ে নির্বাচিত তন্নী রহমান ছাত্রলীগ বুল্লা ইউনিয়ন শাখার সহ সভাপতি ছিলেন।
কর্মজীবনে উত্তরোত্তর সাফল্যের জন্য সবার দোয়া/আশীর্বাদ চেয়েছেন তন্নী রহমান।