Wednesday, April 2, 2025
Homeসিলেট বিভাগহবিগঞ্জনবীগঞ্জ পৌর শহরে আর্বজনার স্তুুব। কাজে নেই পরিচ্ছন্ন কর্মি

নবীগঞ্জ পৌর শহরে আর্বজনার স্তুুব। কাজে নেই পরিচ্ছন্ন কর্মি

 

 

শাহরিয়ার আহমেদ শাওন (নবীগঞ্জ প্রতিনিধি):

নবীগঞ্জ পৌর শহর এলাকা জুরে আর্বজনা ময়লা স্তুবে পরিনত হয়েছে।যেদিকেই চোখ যায় সে দিকেই ময়লা আর্বজনার স্তুুব দেখা যায়।বেশ কয়েকদিন ধরে পরিচ্ছন্ন কর্মিরা কাজে না থাকায় শহরের দোকান পাটের সামনে জমে রয়েছে ময়লা কাগজপত্র পলিতিন  সহ অব্যবহিত নোংরা মালামাল এসব আর্বজনায় ঢেকে গেছে রাস্তা।এতে করে ময়লার স্তুব থেকে বেড় হচ্ছে দূর্গন্ধ চলতে ফিরতে পথচারীদের কষ্ট পোহাতে হচ্ছে।

 

বাজারের বিশিষ্ট ব্যবসায়ী সাহেল আহমদ প্রতিবেদককে জানান, ৩/৪ দিন ধরে বাজারের কোনও ময়লা পরিস্কার করা হচ্ছে না। ময়লার স্তুব এসব আর্বজনার কারনে শহরের সুন্দর্য্য নষ্ট হচ্ছ। সামনে আসছে রমজান মাস উপজেলার বিভিন্ন অঞ্চল থেকে মানুষগন রমজানের হাট বাজার করতে পৌর শহরে আসছেন।এসে এতো নোংরা আর্বজনা দেখে অসুস্থিবোধ করছেন আমরা দেখতে পারছি।

 

বিমল দাশ নামের আরেক পথচারী বলেন,বাজারের যে নোংরা অবস্থা নবীগঞ্জ বাজারকেই চিনা যায় না। বাজারে অনেক ময়লা এতে করে অনেক দূর্গন্ধ বেড় হচ্ছে।

 

পৌরসভার মেয়রের দায়িত্ব না থাকায় এর পরবর্তী সরকারের দায়িত্ব প্রাপ্ত হলেন নবীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রুহুল আমিন উনার সাথে দেখা করতে গেলে উনাকে অফিসে পাওয়া যায়নি।সচেতন মহলের দাবি অতিসত্তর বাজারের পরিবেশ সুন্দর করতে শহরের ময়লা আর্বজনা পরিষ্কার করে পরিচ্ছন্ন নগরী  আগের পরিবেশে ফিরিয়ে আনা।

 

প্রেরক

শাহরিয়ার আহমেদ শাওন

নবীগঞ্জ উপজেলা প্রতিনিধি

মোবাইল.০১৭৮১৯৯২১২১

তারিখ-২৩-০২-২৫ ইং

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

Most Popular

Recent Comments