ঝলক দত্ত, শ্রীমঙ্গল প্রতিনিধি:
শ্রীমঙ্গল শিশু উদ্যান এবং পাবলিক লাইব্রেরি অবৈধ দখলমুক্ত ও সংস্কারের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
রবিবার (২৩ ফেব্রুয়ারি) দুপুর ১২টায় কলেজ রোডস্থ শিশু উদ্যানের সামনে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন ও সচেতন নাগরিক সমাজের ব্যানারে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।
মানববন্ধনে বক্তব্য রাখেন শিক্ষক মো. ফুয়াদ ইসলাম, উপজেলা বিএনপির আহবায়ক কমিটির সদস্য তুহিন চৌধুরী, সাংবাদিক ইসমাইল মাহমুদ, মো. কাওছার ইকবাল, আহমেদ ফারুক মিল্লাদ, আবৃত্তিকার বিকাশ দাশ বাপ্পন, কবি জাবেদ ভুঁইয়া, জাতীয় নাগরিক কমিটি মৌলভীবাজারের প্রতিনিধি নিলয় রশিদ, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন শ্রীমঙ্গলের প্রতিনিধি মোজাহিদুল ইসলাম, ফারজানা নাজমিন নিশি, নৃত্যশিল্পী দ্বীপ দত্ত আকাশ, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতা মো. দেলোয়ার হোসেন, মৌলভীবাজার সরকারি কলেজের শিক্ষার্থী আফজাল হোসাইন, শিক্ষার্থী হোসাইন মোহাম্মদ আফজাল প্রমুখ।
মানববন্ধনে বক্তারা বলেন, ‘সাবেক কৃষিমন্ত্রী আব্দুস শহীদ ২০১২ সালে নিজের নামে কলেজ স্থাপন করে (উপাধ্যক্ষ আব্দুস শহীদ কলেজ) সম্পূর্ণ অনৈতিকভাবে শহরের কলেজ রোডস্থ ‘সাধারণ গ্রন্থাগার ও জনমিলন কেন্দ্রে’ কলেজের শ্রেণি কার্যক্রম শুরু করেন।
বক্তারা ৪৮ ঘন্টার মধ্যে শিশু উদ্যান অবৈধ দখলমুক্ত করার দাবী জানান, অন্যতায় শ্রীমঙ্গলের সর্বস্তরের মানুষদের নিয়ে তারা দখলমুক্ত করবেন। পরে উপজেলা নির্বাহী কর্মকর্তা বরাবর স্মারকলিপি প্রদান করা হয়।
মানববন্ধনে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থী, শিক্ষক, সংস্কৃতিক কর্মী, সাংবাদিকসহ বিভিন্ন শ্রেণী পেশার লোকজন উপস্থিত ছিলেন।