পিন্টু দেবনাথ :
বাংলাদেশের সংখ্যা গরিষ্ঠ কৃষক জনগোষ্ঠীকে সংগঠিত করার লক্ষ্যে সারাদেশে ৩ মাস ব্যাপী ইউনিয়ন পর্যায়ে কৃষক সমাবেশের অংশ হিসাবে মৌলভীবাজার জেলার রাজনগর উপজেলার ৫নং রাজনগর সদর ইউনিয়ন কৃষকদলের উদ্যোগে কৃষক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (২২ ফেব্রুয়ারি) বিকেলে জাতীয়তাবাদী কৃষকদলের আয়োজন রাজনগর কলেজ পয়েন্টে কৃষকদল নেতা নানু মিয়ার সভাপতিত্বে ও জেলা কৃষকদলের যুগ্ম আহবায়ক মশিউর রহমান বেলাল ও সঞ্চালনায়
প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মৌলভীবাজার জেলা বিএনপির সদস্য মো. মতিন বখস। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা বিএনপির সদস্য মুহিতুর রহমান হেলাল, মাহমুদুর রহমান। প্রধান বক্তা ছিলেন জেলা কৃষকদলের সদস্য সচিব মোনাহিম কবির।
অতিথি হিসাবে উপস্থিত ছিলেন জেলা কৃষকদলের যুগ্ন আহবায়ক, সাহাদ আহমদ, সৈয়দ রিপন আলী, আনোয়ার হোসেন, সদস্য লোকমান আহমদ, শামসুল ইসলাম, সজলু আহমদ, জেলা যুবদল নেতা এডভোকেট নেপুর আলী, কমলগঞ্জ উপজেলা কৃষকদলের আহবায়ক মবশ্বির আলী, সদস্য সচিব আব্দুল আহাদ, কৃষকদল নেতা আব্দুল ওয়াহিদ সোহেল, আসাদুর রহমান বখস, আব্দুল কাদির, মারুফ মিয়া, কামরুল হাসান ও মোস্তফা মিয়াসহ আরো অনেকে।