স্পোর্টস ডেস্ক,
বাংলাদেশের ঘরোয়া ক্রিকেটের অন্যতম আসর ঢাকা প্রিমিয়ার লিগ (ডিপিএল) ঘিরে উন্মাদনা শুরু হয়েছে। দুদিনের দলবদলের প্রথম দিনে আজ উত্তেজনা ছড়াচ্ছেন সাকিব আল হাসান। দেশের বাইরে থাকা এই ক্রিকেটার আজ ডিপিএলে লিজেন্ড অব রূপগঞ্জের হয়ে নাম লিখিয়েছেন।
সাকিব ডিপিএলে নাম লেখাতেই বড় প্রশ্ন উঠেছে তাঁর দেশে ফেরা নিয়ে। রাজনৈতিক পট পরিবর্তনের পর বিভিন্ন মামলায় সাকিবের নাম উঠেছে। এমন পরিস্থিতিতে সাকিব দেশে ফিরবেন কিনা তা অনিশ্চিত। শুধু এ নিয়ে অনিশ্চয়তার কারণেই ক্যারিয়ারের শেষ টেস্ট খেলার জন্যও দেশে ফেরা হয়নি। এসবের মাঝেও সাকিবের হয়ে দলবদলের কাগজপত্র জমা দিয়েছেন রূপগঞ্জের কর্মকর্তারা।
তবে লিজেন্ডস অব রূপগঞ্জ দলের মালিক লুৎফর রহমান বাদল জানিয়েছেন তাঁর দল ক্রিকেটার সাকিবকে নিয়েছে, রাজনীতিবিদকে নয়।
আজ মিরপুরে গণমাধ্যমের মুখোমুখি লিজেন্ডস অব রূপগঞ্জ দলের মালিক লুৎফর রহমান বাদল বলেন, ‘আমি একটা কথাই স্পষ্ট বলতে চাই, আমরা রাজনীতিবিদ সাকিবকে নিইনি, খেলোয়াড় সাকিবকে নিয়েছি। সাকিব দেশের একটা সম্পদ। যা অচিরেই ঝরে যাক আমরা চাই না। আপনারা জানেন যে অলমোস্ট সাকিবের ক্যারিয়ারের শুরু থেকেই আমার সঙ্গে ছিল। এখনো আশা প্রকাশ করেছে আমার সঙ্গে থাকবেন। আমি আমাদের ক্রিকেটকে নতুনভাবে সাজাতে চাই।’
সাকিবের সমস্যা অবশ্য এখানেও শেষ না। বোলিং অ্যাকশন আপাতত নিষিদ্ধ এই অলরাউন্ডারের। তবে লিজেন্ডস অব রূপগঞ্জ দলের মালিকের আশা সাকিব পাশ করেই দেশে ফিরবেন।
সাকিবের নতুন বোলিং পরীক্ষার ব্যাপারে লুৎফর রহমান বাদল বলেন, ‘সে ইংল্যান্ডে রোজার মধ্যে তৃতীয়বার (বোলিং) পরীক্ষা দিতে যাবে। এজন্য সেখানে সে একজন কোচও নিয়েছে। তার সম্মতি পেলে সাকিব পরীক্ষা দেবে এবং সেখানে পাস করলে আশা করি খেলতে পারবে বাংলাদেশে।’