Wednesday, April 2, 2025
Homeসিলেট বিভাগসুনামগঞ্জদোয়ারাবাজার স্বামীর সর্বস্ব লুট করে স্ত্রী উধাও 

দোয়ারাবাজার স্বামীর সর্বস্ব লুট করে স্ত্রী উধাও 

 

 

দোয়ারাবাজার (সুনামগঞ্জ) প্রতিনিধিঃ

সুনামগঞ্জের দোয়ারাবাজার উপজেলায় স্বামীর স্বর্ণালংকার, টাকা-পয়সা লুট করে উধাও স্ত্রী। পরে ‘স্বামীর সংসার করব না’ বলে তার ভাইয়ের মোবাইলে মেসেজ দেন ওই নারী।

স্ত্রী ও টাকা অলংকার উদ্ধারে আইনের আশ্রয় নেওয়ায় স্বামীকে মিথ্যা মামলায় জেল খাটানোর হুমকি দেওয়া হচ্ছে। এরপরও পালিয়ে যাওয়া স্ত্রীকে খুঁজছেন স্বামী আলমগীর। এ ঘটনায় দোয়ারাবাজার থানায় অভিযোগ করা হয়েছে।

মামলার আরজিতে স্বামী আলমগীর উল্লেখ করেন, দুই বছর আগে উপজেলার পাইকপাড়া গ্রামের বাসিন্দা ফুলমিয়ার কন্যা শিমলা আকতারের সঙ্গে তার বিয়ে হয়।

বিয়ের পর সুখে শান্তিতে চলে তাদের সংসার কয়েক মাস পর স্ত্রী শিমলা আকতার’কে স্মার্ট ফোন কিনে দেন স্বামী আলমগীর তার পর থেকে স্ত্রীর অশোভন আচরণ চোখে পড়ে। এ নিয়ে তাদের মধ্যে প্রায়ই মান-অভিমান, কথা কাটাকাটি হতো।

গত ০১লা ফেব্রুয়ারী স্ত্রী শিমলা বাবা বাড়ী যাওয়ার কথা বললে নিয়ে যায় স্বামী আলমগীর, ০৭ই ফেব্রুয়ারিতে নিয়ে আসার কথা থাকলেও ৬ ফেব্রুয়ারি সন্ধ্যায় শিমলাকে পাওয়া যাচ্ছে না বলে আলমগীর’কে জানান শিমলার পরিবার কিছু সময় পর আবার কল দিয়ে জানান শিমলাকে পাওয়া গেছে, ঐদিন রাত সারে এগারোটায় আবার কল দিয়ে জানান শিমলা কোথায় চলে গেছে, তারা জানেন না।

দুই ভড়ি স্বর্ণালংকার,৮ ভড়ি রুপা নগদ ৫০ হাজার টাকা তার সাথে ছিলো বলে দাবি করেন স্বামী আলমগীর।

তবে ,সেলিনা আকতারকে বাসা-বাড়ির কোথাও পাওয়া যাচ্ছে না।

এ বিষয়ে জানতে সেলিনা আকতারের মোবাইল ফোনে একাধিকবার কল করলেও ফোনটি বন্ধ থাকায় তার সঙ্গে কথা বলা সম্ভব হয়নি।

স্বামী আলমগীর জানান,কিছুদিন আগে আমার সন্তান তার গর্ভে থাকা অবস্থায় নষ্ট করে,এখন বুঝতেছি নষ্ট করার কারণ কি চলে যাবে হয়তো এমনটা করেছে,আমার শশুর বাড়ীর লোকজন জানে শিমলার সন্ধান শিমলার বড় ভাই ইকবাল ঘটনার সাথে জড়িত আছে।

দোয়ারাবাজার থাকার অফিসার ইনচার্জ জাহিদুল হক বলেন, আমরা অভিযোগ পেয়েছি তদন্তের মাধ্যমে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

Most Popular

Recent Comments