Wednesday, April 2, 2025
Homeসিলেট বিভাগসুনামগঞ্জছাতকে এক কোটি ৩০ লাখ টাকার চোরাচালান মা*মলার আ*সামি আলী হোসেন গ্রে*ফ*তার 

ছাতকে এক কোটি ৩০ লাখ টাকার চোরাচালান মা*মলার আ*সামি আলী হোসেন গ্রে*ফ*তার 

 

 

ছাতক(সুনামগঞ্জ) প্রতিনিধিঃ

 

সুনামগঞ্জের ছাতকে চোরাচালান মামলার আসামি আলী হোসেনকে গ্রেফতার করেছে ছাতক থানা পুলিশ।

তিনি উপজেলার দোলারবাজার ইউনিয়নের জাহিদপুর গ্রামের রশিদ উল্লার ছেলে।

বুধবার মধ্যরাতে সিলেট কতোয়ালী মডেল থানার দরগা মহল্লা এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

গতকাল বৃহস্পতিবার দুপুরে চোরাচালনের মামলায় গ্রেপ্তার করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।

গত বছরের ৪ সেপ্টেম্বর পৌরসভার ৪নং ওয়ার্ডের শ্যামপাড়া (আকিজ কোম্পানী) সংলগ্ন সুরমা নদীর তীরে ষ্টীল নৌকা ভর্তি কার্টুন ভর্তি ভারতীয় ঔষধ ও বিস্কুট জব্দ করে য়ৌথবাহিনী।

ওই সময়ে জব্দকৃত নৌকা থেকে ১ কোটি ৫৩ লাখ ৬ হাজার টাকা মুল্যের ভারতীয় ঔষধ, বিস্কুটসহ চোরাই পন্য আটক করা হয়।

 

এ সময় ১টি ষ্টীল বডি নৌকা, ১টি কভার্ডভ্যান, একটি মোটরসাইকেল ও ৩টি মোবাইল জব্ধ করা হয়।

 

এ ঘটনায় ছাতক থানার উপ-পরিদর্শক মো.জাহাঙ্গীর আলম বাদি হয়ে অজ্ঞাতনামা ৮/১০ জনকে আসামী করে বিশেষ ক্ষমতায় আইনে থানায় একটি মামলা দায়ের করেন। ওই মামলার তদন্তকারী কর্মকর্তা উপ-পরিদর্শক আখতারুজ্জামান বলেন, সহকারি পুলিশ সুপার রনজয় চন্দ্র মল্লিক ও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মোখলেছুর রহমান আকন্দ নির্দেশনায় চোরাচালান চক্রে সম্পৃক্ত থাকার অভিযোগ, এই চোরাচালান চক্রের মূল হোতা আসামী আলী হোসেনকে গ্রেপ্তার করা হয়েছে। এই চোরাচালানের সাথে একটি চক্র জড়িত। মামলাটির তদন্তে অনেক গুরুত্বপূর্ণ তথ্য পাওয়া গেছে। চোরাচালান চক্রের অন্য সদস্যের গ্রেপ্তারের চেষ্টা অব্যাহত রয়েছে।

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

Most Popular

Recent Comments