Thursday, April 3, 2025
Homeসিলেট বিভাগসিলেটগোয়াইনঘাটে আন্তর্জাতিক মাতৃভাষা ও শহীদ দিবস পালিত

গোয়াইনঘাটে আন্তর্জাতিক মাতৃভাষা ও শহীদ দিবস পালিত

 

 

গোয়াইনঘাট (সিলেট):

সিলেটের গোয়াইনঘাটে যথাযোগ্য মর্যাদায় মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালিত হয়েছে। একুশের প্রথম প্রহরে শুক্রবার রাত ১২টা ১ মিনিটে প্রশাসনের পক্ষ থেকে উপজেলা কেন্দ্রীয় শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ করা হয়। এরপর সরকারি বিভিন্ন অফিসের কর্মকর্তা, রাজনৈতিক সংগঠন ও সাংবাদিকবৃন্দ পর্যায়ক্রমে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেন। পরে দিনের শুরুতে সূর্যোদয়ের পর বিভিন্ন স্কুল-কলেজ ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেন।

 

১৯৫২ সালের ভাষা আন্দোলনে আত্মত্যাগকারী বীর শহীদদের সম্মানার্থে প্রথমে শ্রদ্ধাঞ্জলি জানান উপজেলা নির্বাহী অফিসার রতন কুমার অধিকারী, গোয়াইনঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সরকার তোফায়েল আহমেদ, উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার বীর মুক্তিযোদ্ধা মো: আব্দুল হক, জাতীয়তাবাদী দল বিএনপির গোয়াইনঘাট উপজেলা সভাপতি মাহবুব আলম, গোয়াইনঘাট প্রেসক্লাব সভাপতি মনজুর আহমদ, গোয়াইনঘাট উপজেলা রিপোর্টার্স ক্লাব সভাপতি সাদিকুর রহমান শহীদ বেদীতে পুষ্পস্তবক অর্পণের পর সর্বসাধারণের জন্য উন্মুক্ত করে দেওয়া হয়।

এ সময় ভাষা শহীদদের শ্রদ্ধা জানাতে উপজেলা কেন্দ্রীয় শহীদ মিনার এলাকায় মানুষের ঢল নামে। পরে সকাল ১১টায় উপজেলা প্রশাসনের উদ্যোগে প্রশাসনিক কনফারেন্স কক্ষে মহান শহিদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে এক আলোচনা সভা ও বিভিন্ন প্রতিযোগিতায় অংশগ্রহণকারী বিজয়ী শিক্ষার্থীদের মাঝে পুরষ্কার বিতরণ করা হয়।

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

Most Popular

Recent Comments