Tuesday, April 1, 2025
Homeশিক্ষাশিক্ষক শরীফ উদ্দিন এর আঘাতে আহত এসপিপিএম উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থী সামিউল

শিক্ষক শরীফ উদ্দিন এর আঘাতে আহত এসপিপিএম উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থী সামিউল

 

 

সাজ্জাদ মাহমুদ মনির , সুনামগঞ্জ জেলা প্রতিনিধি:

ছাতকে প্রধান শিক্ষকের মারপিঠে গুরুতর আহত এক শিক্ষার্থীকে হাসপাতালে চিকিৎসা প্রদান করা হয়েছে। আহত সামিউল নামের দশম শ্রেণির (এসএস সি পরীক্ষার্থী) এই শিক্ষার্থী ছাতক পৌর শহরের লেবারপাড়া মহল্লার আরশ আলীর পুত্র।

 

বুধবার ছাতক এসপিপিএম উচ্চ বিদ্যালয়ে এ ঘটনা ঘটেছে। জানাগেছে,এসপিপিএম উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক শরিফ উদ্দিন অদ্য বুধবার ১২ ঘটিকায় বিদ্যালয়ের শিক্ষার্থী সামিউলকে মাথায় লাঠি দিয়ে আঘাত করে আহত করেন।

 

বিদ্যালয়ে কোচিং ক্লাস চলাকালে সে ক্লাস থেকে বাহিরে গেলে ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক তাকে মারপিঠ করেছেন।

 

এ বিষয়ে এসপিপিএম উচ্চ বিদ্যালয় পরিচালনা কমিটির সাবেক সভাপতি রাসেল মাহমুদের সাথে কথা হলে তিনি জানান,বিষয়টি শুনেছেন। প্রধান শিক্ষক তাকে মারপিঠ

করে হাসপাতালে নেয়ার মতো ঘটনা ঘটেছে এটি একটি

অশোভনীয় ঘটনা।

 

এ ব্যাপারে আহত শিক্ষার্থীর পিতা আরশ আলী জানান, তার পুত্রকে অযথা মারপিঠ করে আহত করেছেন বিদ্যালয়ের

ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক শরিফ উদ্দিন।এ বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা বরাবরে তিনি লিখিত অভিযোগ দিয়েছেন।

 

এর আগেও উপজেলা নির্বাহী অফিসার বরাবর একাধিক অভিযোগ রয়েছে এই শিক্ষকের বিরুদ্ধে। সামিউল এর পরিবার এই শিক্ষকের বিরুদ্ধে মামলা দায়ের করার প্রস্তুতি গ্রহণ করছেন বলে জানান।

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

Most Popular

Recent Comments