Monday, March 31, 2025
Homeসিলেট বিভাগমৌলভীবাজারশ্রীমঙ্গলে পাঁচ দিনব্যাপী বইমেলা শুরু 

শ্রীমঙ্গলে পাঁচ দিনব্যাপী বইমেলা শুরু 

 

ঝলক দত্ত, শ্রীমঙ্গল প্রতিনিধি:

শ্রীমঙ্গল পৌর শহীদ মিনার প্রাঙ্গণে ৫ দিনব্যাপী বই মেলার উদ্বোধন করা হয়েছে।

বৃহস্পতিবার (২০ ফেব্রুয়ারি) দুপুর ১২ শ্রীমঙ্গল পৌর শহীদ মিনার প্রাঙ্গণে ফিতা কেটে এ মেলার উদ্বোধন করেন শ্রীমঙ্গল সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর এ. বি. এম. মোখলেছুর রহমান।

শ্রীমঙ্গল উপজেলা প্রশাসন ও শ্রীমঙ্গল সরকারি কলেজ এর যৌথ উদ্যোগে এবং শ্রীমঙ্গল পৌরসভা ও উত্তরণ পাঠক সংঘের সহযোগিতায় ২০ ফেব্রুয়ারি থেকে ২৪ ফেব্রুয়ারি পর্যন্ত ৫ দিন ব্যাপী এই বই মেলা চলবে। মেলায় বিভিন্ন প্রকাশনী সংস্থা ও সাহিত্য সংগঠনের পক্ষ থেকে ১৫টি স্টল স্থাপন করা হয়েছে। এসব স্টলে রয়েছে শতাধিক লেখকের বই।

শ্রীমঙ্গল সরকারি কলেজের অফিস সহায়ক মো: আশিকুর রহমান লিটন এর সঞ্চালনায় বক্তব্য রাখেন শ্রীমঙ্গল সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর এ. বি. এম. মোখলেছুর রহমান ও উপ‌জেলা নির্বাহী অ‌ফিসার মো. ইসলাম উ‌দ্দিন।

উপ‌জেলা নির্বাহী অ‌ফিসার মো. ইসলাম উ‌দ্দিন ব‌লেন, বই পড়ার প্রতি সাধারণ মানুষের মধ্যে উৎসাহ উদ্দীপনা বা‌ড়ি‌য়ে তোলার লক্ষ্যে শ্রীমঙ্গ‌লে পাঁচ দিনব্যাপী বইমেলা আ‌য়োজন করা হ‌য়ে‌ছে।

 

এসময় উপস্থিত ছিলেন শ্রীমঙ্গল সরকারি কলেজের অবসরপ্রাপ্ত উপাধ্যক্ষ প্রফেসর রফি আহমদ চৌধুরী, শ্রীমঙ্গল সরকারি কলেজের সহযোগী অধ্যাপক ও গণিত বিভাগের প্রধান সুদর্শন শীল, প্রভাষক ও বাংলা বিভাগের প্রধান মো: সাইফুল ইসলাম, বিশিষ্ট লেখক কয়েছ সামী, সাংবাদিক কাওছার ইকবাল, শিক্ষক মো: একরামুল কবির, শ্রীমঙ্গল প্রেসক্লাবের যুগ্ম সম্পাদক সৈয়দ আবু জাফর সালাউদ্দিন, কোষাধ্যক্ষ মো: এহসানুল হক, সাংবাদিক কাওছার ইকবাল, ঝলক দত্ত, সৈয়দ ছায়েদ আহমদ, মো: রুবেল আহমদ, মিজানুর রহমান আলম, আবৃত্তিকার লেখক চর্চাবিধ বিকাশ দাশ বাপ্পন প্রমুখ।

এবার বই‌মেলা আ‌য়োজ‌নে সহ‌যো‌গিতা করছে শ্রীমঙ্গল পৌরসভা, উত্তরণ পাঠচক্র ও পাঠক সংঘ। উত্তরণ পাঠচ‌ক্র ও পাঠক সং‌ঘের উ‌দ্যোক্তা শ্রীমঙ্গল সরকারি কলেজের প্রভাষক ও বাংলা বিভাগের প্রধান মো: সাইফুল ইসলাম আ‌য়োজক‌দের পক্ষ থে‌কে জানান, বই‌মেলায় রুচিশীল বই প্রদর্শন ও বিক্রয় করা হ‌বে। যারা ঢাকায় একু‌শে বই‌মেলায় যে‌তে পা‌রেন‌নি তারাও পছ‌ন্দের বই সংগ্রহ কর‌তে পার‌বেন শ্রীমঙ্গ‌লের বইমেলা থে‌কে।

স্থানীয় ও ঢাকা থে‌কে বেশ‌কিছু প্রকাশনী এই মেলায় স্টল নি‌য়ে‌ছে। গ্রন্থ কু‌টির ও শিশু গ্রন্থ কুটির, চৈতন‌্য, নোভা, নাগরী, বাবুই, রাষ্ট্রচিন্তা ও গ্রন্থিক, সহজ প্রকাশ, পা‌ঞ্জেরী, শব্দচাষ, সা‌হিত‌্য কু‌টির, স্বপ্ন ৭১ ও উত্তরণ। এছাড়া রয়েছে অবকা‌শে ফুড কর্নার।

শ্রীমঙ্গল পৌরসভা সংলগ্ন শহীদ মিনার প্রাঙ্গ‌ণে ২৪‌ ফেব্রুয়া‌রি পর্যন্ত পাঁচ দিনব‌্যাপী প্রতি‌দিন দুপুর ২টা থে‌কে রাত ৮টা পর্যন্ত বইমেলা চল‌বে।

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

Most Popular

Recent Comments