দোয়ারাবাজার সুনামগঞ্জ প্রতিনিধিঃ
সুনামগঞ্জের দোয়ারাবাজার উপজেলার মাস্টার পাড়ায় শতকোটি টাকা ব্যয়ে সুরমা নদীর তীর সংরক্ষণ কাজের বিভিন্ন স্থানে ফাটল দেখা দেওয়ায় ভাঙন আতংকে দিন কাটাচ্ছেন মাস্টার পাড়া, মাঝের গাঁও ও মুরাদপুর গ্রামের অধিকাংশ জনগণ।
সোমবার (১৮-ফেব্রুয়ারী) সুরমা নদীর তীর সংরক্ষণ কাজ সরেজমিনে উপস্থিত হয়ে দেখা যায় মাস্টার পাড়া আলী মাস্টারের বাসার সামনে নদীর তীর সংরক্ষণ কাজে ফাটল দেখা দিয়েছে। এছাড়াও মাঝের গাঁও, মুরাদপুর অংশের বিভিন্ন স্থানে ফাটল রয়েছে।
স্থানীয় বাসিন্দা একরামুল হাসান বলেন, পানি উন্নয়ন বোর্ডের দায়সারা কাজ বলেই এক বছরের মধ্যে নদীর তীর সংরক্ষণ কাজের বিভিন্ন স্থানে ফাটল দেখা দিয়েছে। স্থানীয় ইউপি সদস্য এরশাদুর রহমান (এশাদ) জানান, নদীর তীর সংরক্ষণ কাজে জিও ব্যাগ ফেলার সময় সঠিক ভাবে ব্লক ও জিও ব্যাগ ফেলা না হওয়ার কারণে আজ বিভিন্ন স্থানে ফাটল ধরেছে।
পাউবো’র উপসহকারী প্রকৌশলী (এসও) সাদ্দাম হোসেন বলেছেন, এ বিষয়ে জেলা অফিসকেও অবহিত করেছি। ঠিকাদারি প্রতিষ্ঠানের সাথে আলোচনা করে দ্রুত সময়ের মধ্যে সংষ্কার করে দেওয়া হবে।
বারবার ফোন করেও পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী মামুন হাওলাদারের সাথে যোগাযোগ করা যায়নি।