শাহ সুমন, বানিয়াচং থেকে ঃ-
বানিয়াচং থানা পুলিশের বিশেষ অভিযানে ৬৩ বোতল বিদেশি হুইস্কি মদসহ দুই মাদক কারবারিকে গ্ৰেফতার করেছে বানিয়াচং থানা পুলিশ।
শনিবার (১৫ ফেব্রুয়ারি) বানিয়াচং থানার অফিসার ইনচার্জ মোঃ গোলাম মোস্তফা’র দিগ নির্দেশনায়,ও বানিয়াচং থানায় কর্মরত (এস আই) জিয়াউর রহমানের নেতৃত্বে সঙ্গীয় পুলিশ ফোর্স নিয়ে গোপন সংবাদের ভিত্তিতে শনিবার রাত ১:৩০ মিনিটে বানিয়াচং উপজেলার বালিখাল – নবীগঞ্জের পাকা রোডের উপর ও আলাউদ্দিন ষ্টোরের সামনে অভিযান চালিয়ে ৬৩ বোতল বিদেশি হুইস্কি মদসহ দুই ব্যবসায়ীকে গ্রেফতার করেছে পুলিশ।
আসামি( ১) প্রসজিৎ রায় (২৭), পিতা ঃ- প্রতাকি রায়, গ্ৰামঃ- রামপুর, (২) আবুল কালাম (৪৩), পিতা ঃ- দরবেশ আলী গ্ৰামঃ- উমেত নগর পূর্ব হাঁটি।
বানিয়াচং থানার অফিসার ইনচার্জ মোঃ গোলাম মোস্তফা জানান এ অভিযান অব্যাহত রয়েছে। গ্ৰেফতারকৃত আসামিদেরকে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।