নিজস্ব প্রতিবেদক,
হবিগঞ্জের আজমিরীগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি ও শিবপাশা ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান আলী আমজাদ তালুকদার (৬৮) কে ঢাকার শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে আটক করেছে পুলিশ।
বৃহস্পতিবার (১৩ ফেব্রুয়ারি) দিবাগত মধ্য রাত আনুমানিক ৩টায় তাকে বিমানবন্দর থেকে আটক করা হয়।
পুলিশ সুত্রে জানা গেছে, আটক আলী আমজাদ তালুকদারের বিরুদ্ধে আজমিরীগঞ্জ থানায় দায়েরকৃত একটি মামলা রয়েছে। তিনি প্রায় সময়ই আমেরিকায় বসবাসরত তার পরিবারের কাছে যাওয়া আসা করতেন। এরই প্রেক্ষিতে আজমিরীগঞ্জ থানা পুলিশ মামলার বিষয়টি ঢাকার বিমানবন্দর পুলিশকে অবগত করেছিলেন। বৃহস্পতিবার রাতে আলী আমজাদ তালুকদার আমেরিকায় যাওয়ার জন্য বিমানবন্দরে গেলে বিমানবন্দর পুলিশ তাকে আটক করেন।
আজমিরীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এবিএম মাঈদুল হাছান আটকের বিষয়টি নিশ্চিত করে বলেন, উনাকে আজমিরীগঞ্জ থানার একটি মামলায় আটক করা হয়েছে৷ এর আগে আমরা বিমানবন্দর কতৃপক্ষকে বিষয়টি অবগত করেছিলাম।
উল্লেখ্য,গত বছরের ৫ আগষ্ট গনঅভ্যুত্থানে হবিগঞ্জ শহরে ছাত্র জনতার উপর হামলার ঘঠনায় আন্তর্জাতিক ট্রাইবুনাল দায়েরকৃত একটি মামলায়ও তার নাম রয়েছে।