Wednesday, April 2, 2025
Homeখেলাধুলাক্রিকেটচ্যাম্পিয়নস ট্রফিতে ম্যাচ না জিতলেও যত টাকা পাবে টাইগাররা

চ্যাম্পিয়নস ট্রফিতে ম্যাচ না জিতলেও যত টাকা পাবে টাইগাররা

স্পোর্টস ডেস্ক,

 

আগামী ১৯ ফেব্রুয়ারি পাকিস্তানে পর্দা উঠবে চ্যাম্পিয়নস ট্রফির নবম আসরের। পরদিন ভারত ম্যাচ দিয়ে চ্যাম্পিয়নস ট্রফির মিশন শুরু করবে বাংলাদেশ। গ্রুপ পর্বে ভারত ছাড়াও নিউজিল্যান্ড ও পাকিস্তানকে মোকাবিলা করবে টাইগাররা।

 

তাই গ্রুপ পর্বে পার করে সেমিফাইনালের টিকিট নিশ্চিত করাটা বাংলাদেশের জন্য খুবই চ্যালেঞ্জিং। শক্তি ও পরিসংখ্যান সবদিক থেকেই বাংলাদেশের থেকে এগিয়ে পাকিস্তান, ভারত ও নিউজিল্যান্ড। তবে গ্রুপ পর্বে জয় না পেলেও খালি হাতে ফিরবেন না শান্ত-লিটনরা।

 

কারণ, টুর্নামেন্টে অংশগ্রহণ করা প্রতিটি দল ১ লাখ ২৫ হাজার ডলার বা প্রায় ১ কোটি ৫১ লাখ ৩ হাজার টাকা করে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে আইসিসি। আর গ্রুপ পর্বে প্রতি ম্যাচ জয়ের জন্য ৩৪ হাজার ডলার বা প্রায় ৪১ লাখ ৮ হাজার টাকা করে পাবে দলগুলো।

 

শুক্রবার (১৪ ফেব্রুয়ারি) নিজেদের অফিসিয়াল ওয়েবসাইটে চ্যাম্পিয়নস ট্রফির প্রাইজমানি প্রকাশ করেছে আইসিসি।

 

এবারের আসরে চ্যাম্পিয়ন হওয়া দলের জন্য থাকছে সর্বোচ্চ অর্থ পুরস্কার। তারা পাবে ২২ লাখ ৪০ হাজার ডলার বা প্রায় ২৭ কোটি ৬ লাখ ৪৬ হাজার টাকা। রানার্স আপ হওয়া দল প্রাইজমানি হিসেবে পাবে চ্যাম্পিয়ন দলের অর্ধেক অর্থ। অর্থাৎ তারা পাবে ১১ লাখ ২০ হাজার ডলার বা প্রায় ১৩ কোটি ৫৩ লাখ টাকা।

 

সেমিফাইনাল থেকে বিদায় নেওয়া দুই দল পাবে সমান ৫ লাখ ৬০ হাজার ডলার বা প্রায় ৬ কোটি ৭৬ লাখ ৬১ হাজার টাকা করে। পঞ্চম ও ষষ্ঠ দল প্রাইজমানি হিসেবে পাবে ৩ লাখ ৫০ হাজার ডলার বা প্রায় ৪ কোটি ২২ লাখ ৮৮ হাজার টাকা করে।

 

আর সপ্তম ও অষ্টম দল প্রাইজমানি হিসেবে পাবে ১ লাখ ৪০ হাজার ডলার বা প্রায় ১ কোটি ৬৯ লাখ ১৫ হাজার টাকা করে। তা ছাড়া টুর্নামেন্টে অংশগ্রহণের জন্যও থাকছে আর্থিক পুরস্কার।

 

এ ছাড়াও টুর্নামেন্টে অংশগ্রহণ করা প্রতিটি দল ১ লাখ ২৫ হাজার ডলার বা প্রায় ১ কোটি ৫১ লাখ ৩ হাজার টাকা করে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে আইসিসি। আর গ্রুপ পর্বে প্রতি ম্যাচ জয়ের জন্য ৩৪ হাজার ডলার বা প্রায় ৪১ লাখ ৮ হাজার টাকা করে পাবে দলগুলো।

 

হাইব্রিড মডেলে টুর্নামেন্ট অনুষ্ঠিত হবে পাকিস্তান ও সংযুক্ত আরব আমিরাতে। খেলা হবে মোট ৪ ভেন্যুতে। পাকিস্তানের করাচি, লাহোর, রাওয়ালপিন্ডির সঙ্গে অপরটি সংযুক্ত আরব আমিরাতের দুবাই।

 

আট দলের লড়াইয়ে গ্রুপপর্বে মোট ১৫টি ম্যাচ অনুষ্ঠিত হবে। অংশ গ্রহণকারী দলকে দুটি গ্রুপে ভাগ করা হয়েছে। গ্রুপ এ-তে রয়েছে পাকিস্তান, ভারত, নিউজিল্যান্ড ও বাংলাদেশ। গ্রুপ বি-তে রয়েছে অস্ট্রেলিয়া, ইংল্যান্ড, দক্ষিণ আফ্রিকা ও আফগানিস্তান।

 

ভারতের বিপক্ষে ম্যাচ দিয়ে বাংলাদেশ চ্যম্পিয়নস ট্রফির নবম আসর শুরু করবে। এ ছাড়া ২৪ ফেব্রুয়ারি নিউজিল্যান্ড এবং ২৭ ফেব্রুয়ারি স্বাগতিক পাকিস্তানের বিপক্ষে ম্যাচ দিয়ে গ্রুপপর্ব শেষ করবে বাংলাদেশ।

 

চ্যাম্পিয়নস ট্রফিতে বাংলাদেশের স্কোয়াড,

 

তানজিদ হাসান তামিম, সৌম্য সরকার, নাজমুল হোসেন শান্ত (অধিনায়ক), মুশফিকুর রহিম, মাহমুদউল্লাহ রিয়াদ, জাকের আলী অনিক, তাওহীদ হৃদয়, মেহেদী হাসান মিরাজ, পারভেজ হোসেন ইমন, রিশাদ হোসেন, নাসুম আহমেদ, তানজিম হাসান সাকিব, মোস্তাফিজুর রহমান, নাহিদ রানা এবং তাসকিন আহমেদ।

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

Most Popular

Recent Comments