কানাইঘাট প্রতিনিধিঃ
কানাইঘাট গাছবাড়ী বাজারে অবস্থিত সরকারি পুকুর পাড়ে দীর্ঘদিন থেকে চলে আসা মাদক,গাজা, ইয়াবা ব্যবসার সাথে জড়িত মাদক ব্যবসায়ীদের গ্রেফতারের দাবীতে প্রতিবাদ মূখর উঠেছেন স্থানীয় এলাকা বাসী ও গাছবাড়ী বাজারের ব্যবসায়ী,জনপ্রতিনিধি,বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষকবৃন্দ সহ সচেতন মহল। মাদক ব্যবসার সাথে জড়িত অবৈধভাবে সরকারি পুকুর পাড়ে বসবাসরত স্থানীয় নয়াগ্রাম নিজ দলইকান্দি গ্রামের মৃত কুটই রাম দাসের পুত্র মাদক ব্যবসায়ী বাবু লাল দাস ও তার ছেলে কৃষ্ণ দাস, ও সঞ্জিত দাসের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ সহ মাদকের হাট বন্ধ করার জন্য গত ১১ ফেব্রæয়ারী উপজেলা নির্বাহী কর্মকর্তা বরাবরে এলাকাবাসীর পক্ষথেকে গণস্বাক্ষর সম্বলিত স্মারক লিপি প্রদান করা হয়।
স্মারকলিপিতে স্বাক্ষর করেন দক্ষিণ বাণীগ্রাম ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান লোকমান উদ্দিন, ৮ নং ঝিংগাবাড়ী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আবু বকর, গাছবাড়ী জামিউল উলূম কামিল মাদ্রাসার অধ্যক্ষ মোঃ তাহির উদ্দিন, গাছবাড়ি আইডিয়্যাল কলেজের সহকারী অধ্যাপক মঈন উদ্দিন আহমদ, গাছবাড়ী মডার্ণ একাডেমীর প্রধান শিক্ষক মো: শফিকুর রহমান, গাছবাড়ী সামিট মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা মুখতার আহমদ, গাছবাড়ী উত্তর বাজার ব্যবসায়ী সমিতির সভাপতি হামিদ উদ্দিন সালিক, সেক্রেটারি মেহেদি হাসান নাসির, ৭ নং দক্ষিন বানিগ্রাম ইউনিয়ন পরিষদের ২নং ওয়ার্ড সদস্য সোলেমান আহমদ সহ আরো অনেকে।
এর আগে মাদক ব্যবসায় বাধা প্রদান করায় মারধর সহ টাকা পয়সা চিনিয়ে নেওয়ায় উল্লেখিত মাদক ব্যবসায়ীদের বিরুদ্ধে কানাইঘাট থানায় দরখাস্ত দায়ের করেন নয়াগ্রামের মৃত সুবল রাম দাসের ছেলে টুলু চন্দ্র দাস। স্মারক লিপিতে উল্লেখ করা হয় ঐতিহ্যবাহী গাছবাড়ী বাজার সহ আশপাশ এলাকায় অশংখ্য শিক্ষা প্রতিষ্ঠান অবস্থিত।
প্রতিদিন বাজারে হাজার হাজার মানুষ কেনা কাটা করে থাকেন। কিন্তু দীর্ঘদিন থেকে স্থানীয়দের বাধা নিষেধ উপেক্ষা করে বাজারের পাশে অবস্থিত সরকারি পুকুরপাড়ে অবৈধভাবে বসবাসরত বাবুল লাল, সাবিয়া ও লেটু নামের ব্যক্তিরা সেখানে মাদক থেকে শুরু করে গাজা ও ইয়াবার মতো মরণগ্রাসী নেশা দ্রব্য বিক্রি করে আসছে।
প্রতিদিন সেখানে মদ, গাজা ও ইয়াবার বিক্রয় ও সেবন হয়। পুলিশের অপরাধ তালিকায় সরকারি পুকুরপাড়ের নামটি উঠে আসলে কানাইঘাট থানা পুলিশ কৃষ্ণ নামের একজনকে ২ বার গ্রেফতার করলে সে দীর্ঘদিন কারাভোগ করে জামিনে বেরিয়ে আসে।
বেরিয়ে আসার পর আবার শুরু করেছে মদ, গাজা ও ইয়াবার ব্যবসা। পাশাপাশি সেখানে যুবতী মেয়েদের দিয়ে চলে সমাজ বিরোধী দেহ ব্যবসার মতো ঘটনা। যার কারণে এলাকার তরুণ,যুব সমাজ থেকে শুরু করে শিক্ষার্থীরা মাদক আসক্ত হয়ে পড়েছে।
এমতাবস্থায় দ্রæত মাদক ব্যবসায়ীদের গ্রেফতার এবং মাদকের হাট বন্ধে সরকারি পুকুর পাড়ে অবৈধভাবে বসবাসরতদের উচ্ছেদ করে এলাকায় শান্তি ফিরিয়ে আনতে নির্বাহী কর্মকর্তা ও থানা পুলিশের হস্তক্ষেপ কামনা করেছেন স্মারক লিপি প্রদান কারীরা।