কানাইঘাট প্রতিনিধিঃ
সিলেটের কানাইঘাটে অপারেশন ডেভিল হান্ট এর অভিযানে সাবেক ছাত্রলীগ কর্মী মামুন আহমদ(৩০)কে গ্রেফতার করা হয়েছে।
থানার অফিসার ইনচার্জ আব্দুল আউয়াল জানান চিহিৃত সন্ত্রাসী,নাশকতাকারী, অপরাধী,মাদক ব্যবসায়ী, ফেইসবুকে গুজব সৃষ্টিকারীদের গ্রেফতারের লক্ষে উপজেলা প্রশাসন,থানা পুলিশ ও আনসার ভিডিপি সদস্যদের নিয়ে অপারেশন ডেভিল হান্ট পরিচালনা করার জন্য উপজেলার বিভিন্ন এলাকায় গত বুধবার রাত ব্যাপী অভিযান পরিচালনা করা হয়। অভিযান কালে সদর ইউনিয়নের বীরদল ভাড়ারীফৌদ গ্রামের মৃত ফয়জুল হকের পুত্র মামুন আহমদ নামের এক অপরাধীকে গ্রেফতার করা হয়েছে।
এছাড়া পুলিশের পৃথক অভিযানে একটি অপহরণ মামলার আসামী হবিগঞ্জের বানিয়াচং থানার দৌলতপুর গ্রামের জাকির হোসেনে পুত্র হোসাইন আহমদকে গ্রেফতার করা হয়। থানার ওসি আব্দুল আউয়াল বলেন নিয়মিত ভাবে অপারেশন ডেভিল হান্টের অভিযান অব্যহত থাকবে।
জানা গেছে অপারেশন ডেভির হান্টের অভিযানে সম্প্রতি আওয়ামীলীগ ও সহযোগী সংঘঠনের অনেক নেতা কর্মীদের বিরুদ্ধে দায়েরকৃত মামলার আসামীদের গ্রেফতার করতে অনেক নেতাকর্মীদের বাড়ীঘরে অভিযান চালালেও একজন ছাড়া কাউকে গ্রেফতার করা যায়নি।